নিজস্ব সংবাদদাতা: আইএসএলে দ্বিতীয় লেগের একটি ম্যাচে থার্ড কিট পরে মাঠে নামার পর থেকেই ক্রমশ উত্তাপ বাড়ছিল গঙ্গাপারের ক্লাবে। সেইসময়েই কর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামার কথা বলেছিলেন কেউ কেউ। শেষ অবধি গতকাল বিকেলে শহরের রাজপথে নেমেই পড়লেন এটিকে মোহনবাগান ক্লাবের সভ্য সমর্থকরা। প্রথমে মোহনবাগান ক্লাব এবং তারপর ধর্মতলার মোড়ে ভিক্টোরিয়া হাউসের সামনে পরপর বিক্ষোভে সামিল হল মেরিনার্সরা।

মোহনবাগান
Zee news india

মিছিলের সামনে ‘রিমুভ এটিকে’ ব্যানার নিয়ে লাগাতার স্লোগান বিক্ষোভ চলল। এমনকি সিইএসসি হেড অফিসের সামনে নিজেদের দাবি জানিয়ে পোস্টার সাঁটানোও হল। ঘটনার সূত্রপাত, এটিকে মোহনবাগানের তৃতীয় কিট নিয়ে। এফসি গোয়ার বিরুদ্ধে যে জার্সি পরে খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান, তা আসলে এটিকের গত মরসুমের অ্যাওয়ে জার্সি। আর সেই জার্সি নিয়েই যত গোলমাল!

13 01 21 images
Republic world

সমর্থকদের দাবি, চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে প্রথমবার এই জার্সি পরে নেমেছিল এটিকে মোহনবাগান। তখন প্রতিবাদ করা হলে কর্তারা আশ্বাস দিয়েছিলেন, এরপর আর এই জার্সি পরে নামবে না দল। কিন্তু বাস্তবে তা হয়নি। কথা রাখেননি কর্তারা। এবার তাই কর্তাদের বিরুদ্ধে বিক্ষোভে পথে নামলেন সমর্থকরা। এ মরসুমে যে আর এটিকের নাম মোছা যাবে না, তা ভাল ভাবেই জানেন সমর্থকরা। তাঁরা চান আগামী মরসুমে বিনিয়োগকারী হিসেবে থাকুন সঞ্জীব গোয়েঙ্কারা। তবে, নামের আগে এটিকে বসানো নিয়েই আপত্তি তাঁদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মোহনবাগান কর্তা বলেন,‘‘আন্দোলনের নামে আজ ক্লাবের মালিদের সঙ্গে অসভ্যতা করা হয়েছে। এটা একেবারেই ঠিক নয়। সামনেই আমাদের বার্ষিক সাধারণ সভা। কারুর কিছু বলার থাকলে সেখানে এসে বলুন।’’ তবে এখানেই থেমে থাকতে নারাজ ক্ষোভে ফুঁসতে থাকা সবুজ-মেরুন সমর্থকরা। দিন কয়েকের মধ্যেই আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়ার পাশাপাশি আরও বেশি সমর্থক এনে ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভ দেখাবেন তাঁরা। তবে এই বিষয়ে এটিকের তরফে এখনও কেউই মুখ খোলেননি। কিন্তু এভাবে সমর্থকদের চাপে সঞ্জীব গোয়েঙ্কা ‘এটিকে’ নামটি শেষ অবধি সরিয়ে নেয় কিনা, সেটাই লক্ষ্যণীয়।