নিজস্ব সংবাদদাতা: রুজি-রুটির প্রয়োজনে, সংসার চালাতে এটাই তাঁদের জীবিকা। আর সেইজন্যই রাস্তার ম্যানহোল পরিষ্কার করতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই জীবিকাই অবশেষে বিপত্তি ডেকে আনল তাঁদের জীবনে। নিকাশি জলে পড়ে গিয়ে তলিয়ে গেলেন ৪ জন শ্রমিক। বৃহস্পতিবার ভরদুপুরে এমনই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল খাস দক্ষিণ কলকাতার কুঁদঘাট।
সূত্রের খবর, আজ কুঁদঘাট এলাকায় ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে হঠাৎই তলিয়ে যান ৪ জন শ্রমিক। যদিও দীর্ঘ প্রচেষ্টার পর তাঁদের প্রত্যেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। কিন্তু শেষরক্ষা হয়নি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করা হয় ৪ জনকেই। কিন্তু জনবহুল এলাকায় দিনের আলোয় কীভাবে ঘটল এমন ঘটনা? শুধুই অসাবধানতা নাকি এর পিছনে লুকিয়ে আছে প্রশাসনের গাফিলতিও? বিষয়টি তদন্ত সাপেক্ষ।
স্থানীয় সূত্রের খবরে জানা গেছে, এদিন কুঁদঘাট পাম্প হাউসের সামনে চলছিল ম্যানহোল পরিষ্করণের কাজ। ৪ জন শ্রমিক এই কাজে নিযুক্ত হয়েছিলেন। পরিষ্কার করার জন্য ম্যানহোলে নেমেছিলেন তাঁরা। কিন্তু সেখানেই হঠাৎ তলিয়ে যান। ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান পুলিশ ও দমকল কর্মীরা। মূলত তাঁদের প্রচেষ্টাতেই প্রায় ২ ঘন্টা পরে উদ্ধার করা হয় শ্রমিকদের। এই ঘটনায় স্বভাবতই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, “স্বাধীনতার পর এখানে এই প্রথম ড্রেনের বড় কাজ চলছে। কাজের সময় একটা দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরই তড়িঘড়ি স্থানীয় পৌর প্রতিনিধি এখানে এসে পৌঁছোন। তারপর পুলিশ আর দমকল আসে।” সবাই মিলে চেষ্টার পর ৪ জনকেই তোলা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সূত্রের খবর, আহত শ্রমিকদের মধ্যে ২ জন বাঘাযতীনে এবং বাকি ২ জন এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখানেই মৃত্যু হয় তাঁদের। ম্যানহোলের মধ্যে ডুবুরিদের নামিয়ে উদ্ধারকার্য চালানো হয়েছে বলেও জানা গেছে সূত্রের খবরে। তবে ব্যস্ত কলকাতায় আচমকা এহেন দুর্ঘটনা রাজ্যের শ্রমিকদের জীবনের ঝুঁকি এই সেই তুলনায় প্রাপ্য মূল্য নিয়ে আরো একবার তুলে দিয়েছে প্রশ্ন।