নিজস্ব সংবাদদাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির দিকে চোখ রাখলে ক্রমশ স্পষ্ট হচ্ছে রাজনৈতিক উন্মাদনার ছবি। দলীয় নেতাদের পদত্যাগ ও দলবদলে বিপর্যস্ত শাসকদলের চিন্তা বাড়িয়েছে শিক্ষা মহলের কর্মীদের চাকরির দাবি। সেই আবহেই মা সরস্বতীর আরাধনার দিন পার্শ্ব ও মাদ্রাসা শিক্ষকদের এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল কলকাতা।
মুখ্যমন্ত্রীর বাড়ির পিছন দিকে কালীঘাটের আদিগঙ্গায় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন অনুমোদনহীন মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষামিত্ররা। সূত্রের খবর, নানা ক্ষেত্রে বঞ্চনার অভিযোগেই এই অভিনব প্রতিবাদের পন্থা বেছে নিয়েছেন তাঁরা। আর তাৎপর্যপূর্ণ ভাবেই প্রতিবাদের জন্য বাগদেবীর আরাধনার দিনটিকে বেছে নেওয়া হয়েছে।
বস্তুত, কালীঘাট অঞ্চলে আদিগঙ্গার একদিকে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তার ঠিক উল্টো দিক থেকেই এদিন প্রতিবাদ জানাতে জলে নেমে পড়েন পার্শ্ব শিক্ষক তথা মাদ্রাসা শিক্ষাকর্মীরা। জল অবশ্য বিশেষ ছিল না। গঙ্গার অর্থাৎ খালের প্রায় মাঝামাঝি পৌঁছে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁদের। মুখ্যমন্ত্রীর এলাকায় এমন ঘটনা স্বভাবতই সৃষ্টি করেছে চাঞ্চল্য।
অভিনব প্রতিবাদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন স্বয়ং কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। বিক্ষোভকারীদের বুঝিয়ে জলের উপরে তোলা হয়। পরে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে পুলিশ সূত্রের খবরে। এ ঘটনায় মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশের নিরাপত্তা বলয় নিয়েও উঠে গেছে প্রশ্ন।
শিক্ষক শিক্ষা কর্মীদের এহেন প্রতিবাদকে অবশ্য বিশেষ পাত্তা দিচ্ছেন না শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ফেলেন না, সময় নেন। চেষ্টা চলছে কীভাবে কী করা যায়।” গঙ্গাবক্ষে দাঁড়িয়ে এই আন্দোলন মোটেই কাঙ্ক্ষিত নয় বলেও জানিয়েছেন তিনি।