নিজস্ব সংবাদদাতা: আজ আন্তর্জাতিক নারী দিবস। ঠিক তার আগে, গতকাল বিশেষ সম্মানে ভূষিত হলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা শেখ মুজিবর রহমানের কন্যা তথা সেদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের খবর, কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর জন্য অনুপ্রেরণাদায়ী নারী নেত্রীদের তালিকায় এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস মহামারী সাফল্যের সঙ্গে মোকাবেলার স্বীকৃতি হিসেবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবং বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলির সঙ্গেই উঠে এসেছে হাসিনার নাম।

জানা গিয়েছে, করোনা মোকাবিলায় সাফল্য অর্জনের স্বীকৃতস্বরূপ কমনওয়েলথ ভুক্ত ৫৪টি দেশের সরকারের মধ্যে সবচেয়ে অনুপ্রেরণাদায়ী তিন নারী নেতার একজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমনওয়েলথের একটি বিশেষ ঘোষণায় এই তিন দেশের ৩ জন নারী প্রধানমন্ত্রীকে তাঁদের সাফল্যের জন্য কুর্নিশ জানান হয়েছে।

এই প্রসঙ্গে কমনওয়েলথ ভুক্ত দেশগুলির মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি বলেছেন, “আমি সবসময়ই অনেক নারী ও মেয়েদের দেখে অনুপ্রাণিত হই, আর এবার আমাদের কমনওয়েলথে তিনজন অসাধারণ নেত্রীর নাম নিতে চাই, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন , বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা- যাঁরা নিজ নিজ দেশে কোভিড-১৯ মহামারির সময় তাঁদের অসাধারণ নেতৃত্বের জন্য বিশ্ববাসীর মন জয় করে নিয়েছেন।”

কমনওয়েলথের মহাসচিব বলেন, “আমি কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর মধ্যে তিনজন বিস্ময়কর নারী নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই, যারা কোভিড-১৯ মহামারি চলাকালে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। তারা হলেন-নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন, বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।” প্রসঙ্গত উল্লেখ্য, শেখ হাসিনা বর্তমানে টানা তৃতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নিজের দায়িত্ব পালন করছেন।