download

বিগত কয়েক বছর যাবৎ O.T.T (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম গুলি  জনপ্রিয়  হয়ে ওঠার ফলে  নতুন প্রজন্ম এবং অনলাইন গ্রাহকদের চাহিদা মত নির্দিষ্ট এলাকার গণ্ডি পেরিয়ে সর্বোপরি ভাবে আন্তর্জাতিক মানের টিভি সিরিয়াল ও সিনেমা আজ সকলের হাতের নাগালে।

আজ আমরা এমনই কিছু টিভি সিরিয়াল নিয়ে আলোচনা করব যেগুলি সম্পূর্ণরূপে এক যুগান্তকারী নিদর্শন হিসেবে সর্বোপরি গ্রহণীয়।  দর্শকের বিচারে নিম্নলিখিতি প্রত্যেকটি টিভি সিরিয়াল আইএমডিবি এবং তুলনামূলক অন্যান্য রেটিং সংস্থা দ্বারা আট অথবা তার বেশি পয়েন্ট  স্বীকৃত ।  শুধুমাত্র তাই নয় এই টিভি সিরিয়াল গুলি সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে । 

১. The Boys (দা বয়েজ) ঃ

 এই টিভি সিরিয়ালটির নাম প্রথমেই করছি কারণ না করলেই নয় । প্রথমত বলা উচিত  এই টিভি সিরিয়াল টি মুখ্যত কাল্পনিক ঘটনা অবলম্বনে তৈরি হলেও বাস্তবতার সাথে এর মিল  প্রচুর ।  এই কাল্পনিক কাহিনীতে আমরা দেখতে পাই এমন একটি দুনিয়া যেখানে  অতি শক্তিশালী  গোছের কিছু পুরুষ ও মহিলা যারা পৃথিবীতে সমস্ত খারাপ মানুষ ও বিপদ থেকে রক্ষা করছে।  কিন্তু গল্পের সামান্য অগ্রগতির সাথেই দেখা যায় প্রকৃতপক্ষে এই অতি শক্তিশালী অতি মানব রা আসলে পৃথিবী টিকে রক্ষা করছে না বরং নিজেদের শক্তির অহংকারে এবং ক্ষমতার দম্ভে আধুনিক যুগের সমস্ত  হাতিয়ার মূলত সোশ্যাল মিডিয়া দারা সমগ্র  মানব জাতিকে বোকা বানাচ্ছে।  তাদের মূল উদ্দেশ্য ক্ষমতার শীর্ষে বসে থাকা এবং অন্যদের উপর রাজত্ব করা। এমত অবস্থায় এক সাধারণ ব্যক্তি এবং তার “কিছু ছেলে” বন্ধু মিলে  কিভাবে এই অতি মানব দের বিরুদ্ধে লড়াইতে নামে এবং শুধুমাত্র সাহস এর জেরে নিজেদের সংঘর্ষ চালিয়ে যায় ও প্রমাণ করার চেষ্টা করতে থাকে যে দুনিয়াতে যা কিছু হচ্ছে সবই ভেলকি ও এই অতি মানবদের কারসাজি।  কিন্তু এত কিছুর মধ্যে আসল শয়তানদের  মুখোশ দুনিয়ার সামনে খুলতে না পেরে এই “ছেলেরাই” হয়ে ওঠে আন্তর্জাতিক সন্ত্রাসবাদি।  গল্পের গতিতে একটা টান টান উত্তেজনা সর্বক্ষণই দেখা যায় এবং প্রতিটা এপিসোড শেষ হয়ে উঠলে পরেরটি দেখার উদগ্রীব আরো বাড়তে থাকে দর্শকদের মধ্যে।  বিষয়টি বিশেষভাবে সমালোচিত হলেও এটি অনেকটাই আমাদের বাস্তব জগতের মত,  যেখানে রাজনৈতিক ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিরা কিংবা আমলাতন্ত্রের মধ্যে থাকা ব্যক্তিদের একাংশ  ক্ষমতার দম্ভে  এতটাই মলিন হয়ে থাকে যে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সাধারণ ব্যক্তিবর্গ এবং নাগরিকদের তুচ্ছ মনে করতে শুরু করে।  নানাভাবে নানা রিপোর্টে আজকের দিনে যেমন দেখা যায় বড় বড় কর্পোরেট নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয় সাধারণ এবং সমগ্র কে বোকা বানিয়ে রাখার জন্য।

https://www.youtube.com/watch?v=06rueu_fh30
amazon prime youtube

এই সিরিয়ালটির বর্তমানে দুটি সিজেন আপনি আমাজন প্রাইম এ পেয়ে যাবেন আশা করছি সিরিয়ালটি সম্পর্কে আমি যতটা কম আপনাদেরকে বলবো দেখার সময় আপনারা ততটাই মজা পাবেন সিরিয়াল টি অবশ্যই দেখুন এবং আপনাদের মতামত জানান।

২.  Watchmen (ওয়াচমেন) :

বর্তমানে এই টিভি সিরিয়ালের একটি শ্রেণী আপনি আমাজনে পাবেন । আমেরিকার একটি সাধারণ অঞ্চলের পরিপ্রেক্ষিতে সমগ্র টাই কাল্পনিকতার বেস্ট অনে রচিত একটি অসাধারণ টিভি সিরিয়াল হলো ওয়াচমেন। হলিউডের বিখ্যাত পরিচালক জ্যাকসন আইডলের 2009 সালের সিনেমা  ওয়াচমেন”  এর গল্প অনুসারে এই টিভি সিরিয়াল টি তৈরি করা হয়েছে।  গল্পটি শুরুতে আমরা দেখতে পাই মুখ্যত সত্তরের দশকের সেই সিনেমার প্রেক্ষাপটকে বর্তমানের আঙিনায়।  যদি আপনি 2009 সালের সিনেমাটি না দেখে থাকেন চাইলে একবার দেখে নিতে পারেন গল্পটি বুঝতে আরো অনেক সুবিধা হবে।  যদিও এই গল্পের বিষয়বস্তু টিভি সিরিয়াল এবং সিনেমাতে সম্পূর্ণ ভিন্ন ভাবে বর্ণনা করা হয়েছে কিন্তু গল্পটি বর্ণনা করার যে  অভিনব উপায় ডিরেক্টর এখানে দেখিয়েছেন সেটিই এই টিভি সিরিয়াল কে অতুলনীয় করেছে ইতিহাসের পাতায় ।  গল্পটি সম্পর্কে সংক্ষেপে একটি কথাই বলবো “সময়” দিয়ে  ভালোভাবে বুঝে গল্পটি দেখবেন ছোট ছোট বিষয়গুলি কেউ লক্ষ্য করবেন না হলে পুনরায় আবার দেখতে হবে কি হয়েছে বোঝার জন্য। এতটুকু বলতে পারব গ্যারান্টির সাথে অন্তত একবার এটি দেখার  পরবর্তী দুই থেকে তিন দিন আপনি শুধুই সময় নিয়ে ভাববেন।

HBO youtube

৩. Sacred Games ( পবিত্র খেলা) ঃ

প্রথমত আমি ক্ষমাপ্রার্থী এই অতুলনীয় টিভি সিরিয়াল টি কে অন্য কিছুর সাথে তুলনা করে এবং এটিকে তৃতীয় স্থানে রেখে।  অবশ্যই এই টিভি সিরিয়াল টি প্রথম স্থান অধিকার করার ক্ষমতা রাখে এবং আশা করি এর বাস্তবতা আগামী এক দুই দশকেও কমবে না।  যদি আপনি এখনো এই টিভি সিরিয়াল টি না দেখে থাকেন আমি বলব সমস্ত অন্য টিভি সিরিয়াল বন্ধ করে এবং এই লেখাটিও বন্ধ করে আগে আমাজন প্রাইম এগিয়ে এর দুটি সিজেন আছে তার প্রত্যেকটি এপিসোড দেখে নিন।  টানটান উত্তেজনা অপরাধ,  আন্ডারওয়ার্ল্ড, রাজনীতি,  ধর্ম,  মিথ্যাচারিতা,  সেক্স,  থ্রিলার,  মিসট্রি  সবই আপনি পাবেন এই গল্পটিতে।  গল্পটি দেখার পরে নওয়াজুদ্দিন সিদ্দিকি প্রতি সম্মান কয়েক গুণ বেড়ে যাবে এবং তার অভিনয়ের দক্ষতার এমন কিছু নমুনা আপনি দেখতে পাবেন যা তাকে সম্পূর্ণ রূপেআপনার মনের মধ্যে স্থান করে দেবে।  এখানে অবশ্যই বলা উচিত অনুরাগ কাশ্যপ এবং আরো দুইটি ডিরেক্টর বিক্রমাদিত্য 

এবং নিরাজ যে ধরনের অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে পুরো সিরিয়ালটি  ডিরেক্ট করার মাধ্যমে  তা এককথায় অনবদ্য।  টিভি সিরিয়াল টি সম্পর্কে যতই গুনো গান করি তা কোনদিনই পর্যাপ্ত হবে না…  শুধুমাত্র একটি কথা বলতে  পারব  তা হল এই টিভি সিরিয়াল টি দেখার পরে ভারতীয় সিনেমা এবং টিভি সিরিয়ালের প্রতি আমাদের এবং পৃথিবীবাসীর সকলের ধ্যান ধারণায় বদলে যাবে এবং তা যে যেকোন হলিউডের সিনেমা থেকে টক্কর দিতে পারে এবং তার থেকে কয়েক গুণ ভালো হতে পারে তার প্রমান আপনি এখানেই পেয়ে যাবেন।

নেটফ্লিক্স ইন্ডিয়া ইউটিউব

৪. Asur (অসুর) :

 গল্পটি যদি আপনি দেখেন সেখানে প্রথমত আপনি দেখতে পারবেন কিছু  ক্রমিক হত্যার ঘটনা ( সিরিয়াল কিলিং)  এবং এই হত্যা গুলির নৃশংসতা খুবই ভয়াবহ।  শক্ত মনের মানুষ না হলে আপনি প্রথম এপিসোড টি ছেড়েই দেখতে পারেন।  এই সিরিয়ালটিতে আপনি দেখতে পারবেন আরশাদ ওয়ারসি  (যিনি কিনা মুন্নাভাইয়ের সার্কিট রূপেই অধিক পরিচিত)  তার অসাধারণ অভিনয় দক্ষতা।  এখানে অবশ্যই বলতে হবে এই গল্পের মূল নায়ক এই গল্পটি নিজেই বর্তমান সময়ের রাজনৈতিক প্রচার এবং হিন্দু ধর্মের বেশকিছু ব্যাখ্যাও আপনি এখানে পাবেন।  বলাবাহুল্য যদি ক্রাইম থ্রিলার মিস্ট্রি আপনার পছন্দ হয়ে থাকে দ্বিতীয় কোন চিন্তা না করে আজি দেখতে পারেন অসুর নামের এই টিভি সিরিয়াল শুধুমাত্র voot  এ।

voot youtube

৫. Mirzapur (মির্জাপুর) ঃ

 টানটান উত্তেজনা,  ভরপুর অ্যাকশন,  ভারতীয় কায়দায় গুন্ডামি,  উত্তর  প্রদেশীয় আদব-কায়দা,  দুষ্টু মিষ্টি প্রেম,  এবং নানা প্রতিকূলতার মধ্যে মধ্যবিত্ত দুটি য়ুবার  সাহসিকতার  ঘটনা হল এই গল্পের মল পরিবেশন।  আলী ফজল এবং বিক্রম  মেসাই  মূল চরিত্রে অভিনয় করলেও পঙ্কজ ত্রিপাঠী দিব্যেন্দু শর্মা এবং টিমের সকলেই তাদের অভিনয়ের কারুকার্যের মাধ্যমে এই টিভি সিরিয়াল কে করে তুলেছে শুধুমাত্র ভারত নয় সর্বোপরি অ্যামাজন প্রাইমের অন্যতম বিশেষ আকর্ষণ।  যদি আপনি এখনো পর্যন্ত এটির প্রথম সিজেন না দেখে থাকেন অবশ্যই সেটি আগে দেখে নিন কারণেই অক্টোবরে শুরু হতে চলেছে এর সেকেন্ড সিজন।  এতটুকু বলতে পারি চিত্রনাট্যের অভিনয় দক্ষতা এবং অতুলনীয় ডায়লগ এর জন্য এটি হতে চলেছে আপনার পছন্দের অন্যতম একটি টিভি সিরিয়াল।

অ্যামাজন এর ইউটিউব চ্যানেল

৬. Upload (আপলোড) ঃ

 একটি সম্পূর্ণ অন্য ধাঁচের এবং আধুনিক সভ্যতার সাথে সামঞ্জস্য রেখে অদূর ভবিষ্যতের তুলনামূলক একটি কাল্পনিক গল্প হল আপলোড।   কানাডিয়ান  অভিনেতা রবি আমিল  অভিনীত অসাধারণ এই চিত্রনাট্যে আপনি দেখতে পারবেন বেশ কিছু থিওরি যেমন অটো ড্রাইভিং ভিকেলস,  ক্রায়োজেনিক থিওরি,  ভার্চুয়াল  আফটার লাইফ, নিউরো লিংক  প্রকৃতির একটি সংমিশ্রণ।  গল্পটির বর্ণনা অবশ্যই দারুন যার মধ্যে আধুনিকতার সাথে ভালোবাসা,  ক্যাপিটালাইজেশন,  গ্লোবালাইজেশন,   থ্রিলার এবং মিস্ট্রি  এর এক অসাধারণ সংমিশ্রণ।  অবশ্যই টিভি সিরিয়াল টি দেখুন আর কেমন লাগলো জানান কমেন্ট সেকশনে।

অ্যামাজন প্রাইম ইউটিউব

৭. Westworld (ওয়েস্ট ওয়ার্ল্ড/ পাশ্চাত্যের দুনিয়া) ঃ

শুধুমাত্র যে ক্রিস্টোফার নোলান নয় বরঞ্চ জনাথান  নোলান ও পারে,  আর সর্বোপরি প্রমাণ ওয়ার্ল্ড এই টিভি ধারাবাহিকটি। বড় ভাই ক্রিস্টোফার নোলান যিনি হলিউড তথা টিভি ও চলচ্চিত্র জগতের অন্যতম সেরা একজন  তথ্য চিত্র পরিচালক এবং অকল্পনীয় ভাবনার অধিকারী  এবং সেই ধরণের এক চমকপ্রদ  ও   অসম্ভাবনীয় তথ্যচিত্রের রূপদান আমরা পাই জনাথান  নোলান এর মাধ্যমে। ওয়েস্ট ওয়াল্ড হলো এমন একটি চিত্রনাট্যের সেখানে অতি আধুনিকতা, অতি প্রাচীন,  বর্তমান এবং সর্বোপরি সংস্কৃতির সমাহার সবই আমরা পাই। এইচডি বিষয়টিতে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো সুদুরপ্রসারি কল্পনার বাস্তবিক প্রয়োগ এবং চিত্রনাট্য উপস্থাপনা । এর মধ্যে তিনটি সিজেন বেরিয়েছে একে অপরের সাথে সমগ্র টি সম্পূর্ণ ভিন্ন এবং ভিন্ন ভিন্ন স্থানগুলিতে যে ভিন্ন রূপ দৃশ্য আমরা পাই তারা আমি ইচ্ছা করেই খোলসা করছি না যাতে করে বিষয়ের আনন্দটি নষ্ট না হয়।

ওয়ারনার ব্রাদ-আরস ইউটিউব

৮. Raised by Wolves (রেইজ  বাই উল্ভস)ঃ

 এইচবিও  প্রযোজনা তে আরেকটি অসাধারণ টিভি সিরিয়াল যার মুক্তি হয়েছে এই ২০২০  তেই সেটি হল রেইজ  বাই উল্ভস। ভাইকিংস নামক টিভি সিরিয়ালের মুখ্য চরিত্র ট্রাভিস ফিমমেল ও  অ্যামান্ডা কোলিন  এই চিত্রনাট্যে অসাধারণ অভিনয় করেছে।  এইটি  টিভি সিরিয়াল টিতেও সুদূর ভবিষ্যতের  মানবজাতির সংঘর্ষের ইতিহাস এবং আনুমানিক প্রেক্ষাপট সৃষ্টি করে ভিনগ্রহের রহস্যকে উদযাপন করার চেষ্টা করা হয়েছে।  এখানেও বোঝানোর চেষ্টা করা হয়েছে আস্তিক ও নাস্তিক / কুসংস্কার ও বিজ্ঞান

 কিভাবে মানব সমাজকে বিচ্ছিন্ন করে আছে।  এখানে এটিও বোঝানোর চেষ্টা করা হয়েছে এই দুই ভিন্ন মতামত পৃথিবী নামক গ্রহে কিভাবে বিনাশ হয়েছে এবং তাহারই ফলস্বরূপ কিভাবে মানবজাতি নিজেদের অস্তিত্ব কে বাঁচিয়ে রাখার জন্য মহাকাশে অন্য গ্রহে লড়াই চালাচ্ছে।  এই টিভিতে আপনি দেখতে পারবেন কিভাবে দুটি অ্যান্ড্রয়েড রোবট মানব শিশুর বৃদ্ধির সহায়তা করছে এবং তাদের মধ্যে আধুনিকতার সাথে সরলতা ভালোবাসা দৈনিন্দিন যুদ্ধ ইত্যাদির মাধ্যমে অস্তিত্ব সংগ্রাম চালিয়ে যাচ্ছে।  বিষয়টিতে যারা মহাকাশ নিয়ে সিনেমার কিংবা চিত্রনাট্যে প্রতি ঝোঁক রাখে তাদের জন্য অসাধারণ  রসদ।

এইচ বি ও ইউটিউব

৯. Ozark ( ওযার্ক)ঃ

 ক্রাইম এবং থ্রিলার এই দুটি বিষয়ের সংমিশ্রণে টানটান উত্তেজনার অন্যতম সবচাইতে উচ্চ রেটিং বিশিষ্ট টিভি ধারাবাহিকের নাম হল ওযার্ক।  এই শোটিতে একটি সাধারণ পরিবার কিভাবে শুধুমাত্র জীবিকার তাগিদে এবং প্রাণের  রক্ষা  হে তু  আমেরিকার অন্যতম এবং সর্ববৃহৎ  ড্রাগ  কার্টেল  এর সঙ্গে

 প্রথমত চাকরি থেকে সহযোগী ব্যবসায়ীক পার্টনার এবং সর্বোপরি নিজেরাই সেই ড্রাগ  কার্টেল হয়ে ওঠে তারই গল্প হল এই কাহিনী চিত্রনাট্য।  খুবই স্বাভাবিক বাস্তব সমস্যা এবং বারংবার নিজেদের ভুল বুঝে শুধরে ওঠার চেষ্টা এবং না  পারা ব্যর্থতার কাহিনী এই গল্পের মূল রসদ।  গল্পটার বিষয়বস্তু শুনতে খুবই সাধারণ মনে হলেও কাহিনীর মধ্যে টানটান উত্তেজনা এবং ওয়েব সিরিজের সমগ্রতা  এই কাহিনীটিকে এনে দিয়েছে আমাদের লিস্টের ৯ নাম্বার সারিতে।

নেটফ্লিক্স ইউটিউব

১০. Sex Education (সেক্স এডুকেশন) ঃ

 এই ধারাবাহিকটি বহুল চর্চিত এবং উচ্চ প্রশংসিত ধারাবাহিক গুলির মধ্যে একটি।  এই টিভি সিরিজে আপাতত ভাবে দুটি সিজন রিলিজ হয়েছে যেখানে মুখ্যত হাই স্কুল ছাত্র-ছাত্রীদের সেক্স এডুকেশন মতামত রাখার এবং সঠিক ধারণা পোষণ করার বিষয়ে যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত তার ওপরে একটি কাল্পনিক ঘটনা অবলম্বনে টিভি চালু হয়েছে।  যদিও এটি একটি ফিকশনাল চিত্রনাট্য তবুও বলা বাহুল্য এই চিত্রনাট্যে বাস্তব প্রয়োগ আজকের দিনে নানা ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং নানা শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান এর বাস্তবায়ন অনেকাংশেই এগিয়েছে।  সর্বোপরি বলা যায় এই চিত্রের বিষয়বস্তু  যুবক-যুবতীদের ক্ষেত্রে  বিশেষভাবে প্রযোজ্য ও আমাদের রেকমেন্ডেশন অবশ্যই একবার থাকবেই।

রোটেন টোম্যাটো টিভি ইউটিউব

১১. Game of Thrones(সিংহাসনের খেলা)ঃ

 আজ পর্যন্ত টিভি সিরিজের ইতিহাসে অন্যতম এবং সর্বোচ্চ চর্চিত চিত্রনাট্যের গুলির মধ্যে শীর্ষ স্থান অধিকার কারী স্থানে রয়েছে এই টিভি শোটি।  এক কথায় বললে একটি সিংহাসন কার দখলে থাকবে সেটি নিয়েই গল্পটির বর্ণনা।  কিন্তু সেই বর্ণনা এত মধুময় রোমাঞ্চকর এবং আকর্ষণীয় যে সেটি যেকোনো ফরমের বিনোদনের( টিভি সিম্বা সিনেমা জগতে)  সর্বোচ্চ রেটিং সৃষ্টিকারী।  এই টিভি  সিরিজে আপনি  দেখতে পারবেন অপরাধ, ভরপুর যৌনতা,  রহস্য, মায়াজা্‌ল,  পাপ-পুণ্যের বিচার,  কুসংস্কার,  মধ্যযুগের নানা রীতি ও কালচার,   বহু সুন্দরী রমণী ও গল্পের মাধুর্য। যদি আপনি যেকোন ধরনের চিত্রনাট্যে প্রতি সময় দিতে চান অবশ্যই এই ভিডিওটি দেখুন।  এই টিভি আজ পর্যন্ত ভি এফ এক্স তৈরি করা দাও যুগান্তরকারী ইতিহাস সৃষ্টি করেছে যা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স কেউ টক্কর দিতে পারে।**এই টিভি সেটিং হিন্দিতে ডাবিং আছে**

১২. Breaking Bad (ব্রেকিং ব্যাড)ঃ

 ব্রেকিং ব্যাড গল্পটি অনেক পুরনো হলেও এর বাস্তব সম্মতা  আজও দর্শকদের মনে ছাপ রেখে গেছে আর যদি আপনি এখনও এই টিভি শো টি না দেখে থাকেন তো অবশ্যই আপনার মূল্যবান সময় টি কাজে লাগান আর  শো এর সমস্ত সিজনের এপিসোড গুলো দেখে নিন।  গল্পটি মুখ্যত অনুসরণ করে একটি হাই স্কুলের রসায়ন বিভাগের শিক্ষকের দূর্ঘটনাবশত এক নতুন ধরনের ড্রাগ আবিষ্কার কে কেন্দ্র করে।  এবং তাহারই পরিবর্তে কিভাবে সে নিজেই ধীরে ধীরে হয়ে ওঠে আমেরিকার মোস্ট ওয়ান্টেড ড্রাগ লর্ড।  এই গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত বর্ণনা বিবরণ এবং চিত্রনাট্য এতটাই সুন্দর যে পুরো এপিসোড গুলি আপনি না দেখে অন্য কোন টিভি শো দেখা শুরু করতে পারবেন না।  গল্পটি সিজন এত সুন্দর এবং মানব জীবনে অর্থের  মূল্য যে কতটি খারাপ পরিণতি হিসেবে দেখা দিতে পারে তার বর্ণনা করা হয়েছে খুবই সুন্দর ভাবে।  তো যদি আপনি এখনো  এই সিরিজটি না দেখে থাকেন তো আজই আপনার ওয়াচ লিস্ট এ এটিকে নোট করুন।

ইউটিউব

১৩. Mr. Robot (মিস্টার রোবট)ঃ

 আধুনিক টেকনোলজি ও তার ভয়াবহতা নিয়ে যে কি ধরনের প্রভাব পড়তে পারে তার উপরে বিষয়বস্তু করেই তৈরি হয়েছে এই টিভি  সিরিজ টি।  বর্তমান যুগের ফাইভ-জি এবং অন্যান্য অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি সংস্থা গুলি কিভাবে দৈনন্দিন মানুষের জীবন নিজেদের ইচ্ছায় হোয়ার করে তারই অন্যতম উদাহরণ আমরা পাই এই চিত্রনাট্যে।  এছাড়াও ছোট ছোট উদাহরণের মাধ্যমে আমরা কিভাবে ইন্টারনেট ও টেকনোলজির ওপর ভর করে কত বড় ভয়াবহতা কে কোলে জড়িয়ে নিয়েছি তার নানা পুঙ্খানুপুঙ্খ বিষয় এই টিভির মাধ্যমে জানা যায়।

Mr. Robot (মিস্টার রোবট)

১৪. Mindhunter (মাইন্ড হান্টার)ঃ

এই গল্পটিতে আমরা দেখতে পারি দুটি পুলিশ অফিসারের যুগলবন্দী যারা নিজেদের পেশার মাধ্যমে এই মর্মে উপনীত হন যে অপরাধ মূলত একটি সত্তা থেকেই সৃষ্টি হয় এবং সেই সত্তার সঠিক অনুধাবন করতে পারলে সমাজ থেকে তুলনামূলকভাবে অপরাধপ্রবণতা  কমানো সম্ভব।  আর এই বিষয়ের উপর ভিত্তি করে এই দুই পুলিশ অফিসার আমেরিকার নানা জেলে সাজাপ্রাপ্ত বিভিন্ন কয়েদিদের সাথে পার্সোনাল ইন্টারভিউ নিতে থাকে ইন্টারভিউর ওপর ভিত্তি করেই তাদের  বর্তমান কেসের অনুসন্ধান প্রক্রিয়া  চালিয়ে যেতে থাকে।  এই গল্পটি উপস্থাপনায় কাহিনীটিকে সেরা 15 টি চিত্রনাট্যে মধ্যে স্থান করে দিয়েছে ধৈর্যের সাথে এই চিত্রনাট্যটি একবার দেখুন আশা করি অপরাধবোধ এবং মানবমন সম্পর্কে চিন্তাভাবনার অনেকটাই সম্প্রসারণ সম্ভব হবে।

ইউটিউব

 

১৫. Better Call Saul (বেটার কল সৌল)ঃ

এই লিস্টের 12 নম্বর শাড়িতে উল্লেখিত ব্রেকিং ব্যাটারি অংশবিশেষ থেকে অন্য একটি টিভি সিরিজ হলো এই বেটার কল সৌল।  গল্পটি খুব সাধারন একটি ব্যক্তির  যে তার জীবনে মুখ্যত সমস্ত ক্ষেত্রেই একের পর এক বাধা-বিপত্তি এবং পরাজয় কে সামনে খুব ধীরে ধীরে এবং শ্লথ গতিতে নিজের সার্বিক উন্নতি ঘটাতে সম্ভবপর হয় ওকালতির মাধ্যমে।  এই গল্পটি কোন শ্রেণীর যে কোন পর্যায়ের মানুষ নিজের স্বাভাবিক ব্যক্তিসত্তার সম্মুখীন হবে কারণ দৈনন্দিন জীবনে আমরা যেমন নানা বাধা বিপত্তির  সম্মুখীন হয় সেই বাধা বিপত্তিকে জয় করে একের পর এক উন্নতি ঘটায় এই গল্পে প্রত্যেকে সেই বিষয়টি যথেষ্ট ধ্যান ধারনা পাবেন।  তারি সাথে গল্পের টানটান উত্তেজনা, অপরাধ জগত,  ফ্যামিলি ড্রামা,  ও নানা ধরনের টুইস্ট গল্পটিকে বিশেষ করে রঞ্জিত করে তুলেছে।  গল্পের সর্বোপরি বিচার করে এবং রেটিং ও চিত্রনাট্য একইসঙ্গে বব  ওডেনকির্ক এর অসাধারণ অভিনয় দক্ষতা  গল্পটির মাধুর্য বাড়িয়ে তুলেছে।

নেটফ্লিক্স ইউটিউব

**বিশেষ বর্ণনা** ঃ The Social Dilemma

 যদিও এই সেকশনটি সম্পূর্ণরূপে টিভি সিরিয়াল নিয়ে তবুও এখানে আমরা উল্লেখ করতে চাই যদি আপনি সবগুলোই দেখছেন এবং সেটা ভালো লাগছে অন্তত সময় বার করে এই ডকুমেন্টারিটি একবার অবশ্যই দেখুন।  ট্রেইলার লিংক নিচে দেওয়া হল

ইউটিউব

আপনি বলুন এরমধ্যে আপনার কোনটি পছন্দ কিংবা যদি কোন টি আপনার মনে হয় যে আমরা মিস করেছি যেটি এই লিস্টে থাকা উচিত ছিল অবশ্যই মেনশন করুন।