নিজস্ব সংবাদদাতা: কেন্দ্র সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়ে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত দেশের পরিস্থিতি। কিন্তু এই বিষয়ে বলিউডের একটা বড় অংশের নীরবতা প্রথম থেকেই ছিল চোখে পড়ার মতো। শাহরুখ, সালমান থেকে শুরু করে অমিতাভ বচ্চন, কাউকেই মুখ খুলতে দেখা যায়নি কৃষক আন্দোলন নিয়ে। বলিউডের এই নীরবতা নিয়ে প্রশ্নও কম ওঠে নি। সমস্ত তরজা থামিয়ে অবশেষে কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন সালমান খান।

মুম্বাইয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন কৃষক আন্দোলন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের ‘ভাইজান’। তিনি বলেন, “সবার জন্য যেটা ঠিক, যেটা সবচেয়ে সঠিক, যেটা সকলের পক্ষে মঙ্গলজনক সেটাই করা উচিত।” দেশ জোড়া বিতর্কের আবহের জেরেই কি ভাইজানের গলায় শোনা গেল আপাত সাবধানী’ সুর? শুরু হয়েছে চর্চা।

সালমান
tv9hindi

বস্তুত, বৃহস্পতিবার মুম্বাইয়ে ইন্ডিয়ান প্রো মিউজিক লিগের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানেই সম্প্রতি ভারতের কৃষক আন্দোলন নিয়ে রিহানা,গ্রেটা থুনবার্গের মতো বিদেশী তারকাদের প্রতিক্রিয়া সম্পর্কে সালমান খানের অভিমত জানতে চাওয়া হয়। কিন্তু কৃষক আন্দোলন এবং তৎসংক্রান্ত বিতর্কে কোন পক্ষে রয়েছেন তিনি, তা স্পষ্ট করেন নি।

উল্লেখ্য, রিহানা, গ্রেটা থুনবার্গের মতো আন্তর্জাতিক তারকাদের কৃষক আন্দোলন সম্পর্কিত ট্যুইটের বিরুদ্ধে একজোট হয়ে একের পর এক মুখ খোলেন অক্ষয় কুমার, অজয় দেবগন, সুনীল শেঠী, কৈলাশ খেরের মতো জনপ্রিয় বলিউড তারকা। এমনকি সরব হন শচীন তেন্ডুলকর, বিরাট কোহলির মতো ক্রিকেট তারকাও। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সার্বভৌমত্ব খর্ব করার চেষ্টা চালানো হচ্ছে, এমনটাই দাবি করেন তাঁরা। দেশবাসীর উদ্দেশ্যে একজোট থাকার বার্তাও দেওয়া হয়। তবে সালমান খানের এদিনে বক্তব্য কোনো পক্ষের হয়েই তাঁর অবস্থানকে স্পষ্ট করেনি।