নিজস্ব সংবাদদাতা- নির্বাচনী আচরণবিধি জারী হওয়ার পরের দিনই নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিমকে দমকলে বদলি করে দেওয়া হল। তার বদলে দমকলের ডিজি জগমোহন’কে এডিজি (আইন-শৃঙ্খলা) পদের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য পুলিশের শীর্ষস্তরের এই বদলির ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বাংলায়।

ভোট ঘোষণার কয়েক দিন আগেই কলকাতার পুলিশ কমিশনার পদে বদলের পাশাপাশি রাজ্য পুলিশের এডিজি ও আইজি পদেও নতুন অফিসারদের নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় ওয়াকিবহাল মহল মনে করেছিল ভোট ঘোষণার পর যাতে নির্বাচন কমিশন শাস্তিমুলক বদলি না ঘটায় সেই লক্ষ্যেই আইপিএস পদে এই পরিবর্তন করেছেন মুখ্যমন্ত্রী। সে দিক থেকে দেখতে গেলে শত চেষ্টা করা সত্ত্বেও নির্বাচন কমিশনের কোপ এড়াতে পারা গেল না।

জাভেদ শামিম কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার পদে ছিলেন। সম্প্রতি রাজ্য প্রশাসনের তরফ থেকে তাঁকে এডিজি (আইন-শৃঙ্খলা) পদে বদলি করা হয়। নতুন পদে দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যে ভোট ঘোষণা হতেই নির্বাচন কমিশনের এরকম শাস্তি মূলক বদলির ঘটনার নজির খুব একটা নেই। বিশেষত রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) কে দমকলের ডিজি পদে বদলি করার ঘটনা বলতে গেলে শাস্তিমুলক পদক্ষেপ। পাশাপাশি দমকলের ডিজি পদ থেকে সরাসরি রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) পদে বদলির ঘটনাও যথেষ্ট বিরল।

উল্লেখ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশন রাজীব কুমারকে সরিয়ে দিয়ে কলকাতার বর্তমান পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে দায়িত্বে এনেছিল। অবশ্য ভোট পর্ব মিটে যাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সৌমেন মিত্রকে কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপির পরামর্শেই নির্বাচন কমিশন জাভেদ শামীমকে বদলি করে দিল। যদিও বিজেপির পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।