নিজস্ব সংবাদদাতা- বাংলার মেয়েকেই আবার মুখ্যমন্ত্রী চাই, এই স্লোগানকে সামনে রেখে তৃণমূলের পক্ষ থেকে প্রচার কর্মসূচী শুরু করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই স্লোগানটিকে কটাক্ষ করে বলেন, “উপায় না পেয়ে সেন্টিমেন্টের হাওয়া তৈরীর চেষ্টা করছেন তৃণমূল নেত্রী।” পাশাপাশি তিনি তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের ওপর সন্ত্রাস চালানোর অভিযোগ করেছেন।
দু’দিন আগে সামাজিক মাধ্যমে তৃণমূলের পক্ষ থেকে একটি নতুন স্লোগান তুলে ধরা হয়। বাঙালি ভাবাবেগ উস্কে দিয়ে ওই স্লোগানে বলা হয় ‘বাংলার মেয়েকেই আবার রাজ্যে চাই’। এই স্লোগানকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “ঠিকই আছে উনি ভোটের পরও এই রাজ্যেই থাকবেন। তবে আর মুখ্যমন্ত্রী থাকবেন না।” এরপরই তৃণমূলের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “এতদিন তো দিদিকে বল, দুয়ারে দুয়ারে সরকার করলেন তাতেও কি হল না? এবার সবকিছু ছেড়ে দিয়ে বাঙালি সেন্টিমেন্ট দিয়ে ভোটে জিততে চাইছেন। আমি মেয়ে, আমি নির্যাতিতা এইসব বিষয় তুলে ধরে ভোট পেতে চাইছেন। কিন্তু মানুষ বুঝে গিয়েছে। আপনারা যেভাবে মানুষের ওপর অত্যাচার করেছেন তাতে তৃণমূলকে আর কেউ ভোট দেবে না।”
দিলীপ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ সামনে নিয়ে আসেন। তিনি বলেন, “দশ বছর ধরে মানুষ সময় দিয়েছে, কোনো কাজ করেননি। এখন এইসব শ্লোগানকে সামনে রেখে ভোট পাওয়ার চেষ্টা করেও কোনো লাভ হবে না। তৃণমূল বিধায়ক বেলেঘাটায় বিজেপি কর্মীদের বোম মেরে ঘরছাড়া করার চেষ্টা করছেন। কে কি করছে সবাই সবকিছু দেখেছে।”
কোকেন কাণ্ডে গ্রেফতার হওয়া বিজেপি নেত্রী পামেলা গোস্বামী সম্বন্ধে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, “গত ছ’বছরে ছ’হাজার জনকে মিথ্যে গাঁজার কেস দেওয়া হয়েছে। থানায় ৬ কেজি গাঁজা রাখা থাকে, সেটাই দেখিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে কেস দেওয়া হয়। তবে আমরা গোটাটাই খোঁজ নিয়ে দেখছি।” এই তৃণমূল নেত্রী দলেরই নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “দল থেকে ওনাকে এর আগে সাসপেন্ড করা হয়েছে। তাই পুরো পরিস্থিতিটা কি সেটা খোঁজ নিয়ে বলতে পারব।”