নিজস্ব সংবাদদাতা: দিন কয়েক আগে তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছেন ঘাসফুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারকাদের জনপ্রিয়তায় ভর করেই যে এবারের ভোট বৈতরণী পার করতে চাইছে শাসকদল প্রার্থী তালিকা থেকেই তা স্পষ্ট হয়েছে। বেশ কিছুদিন ধরে দলবদলের যে চোরাবালি উঁকি মারছিল তৃণমূলের অন্দরে,প্রার্থী তালিকা প্রকাশের পর তা কার্যত বিদ্রোহ হয়ে দেখা দিয়েছে। দলের সেই অস্বস্তি বাড়িয়ে এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন সোনালী গুহ।

সবকিছু ঠিক থাকলে আজ সোমবারই নারী দিবসের দিন গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন সাতগাছিয়ার তৃণমূল নেত্রী সোনালী গুহ,এমনটাই জানা গেছে সূত্রের খবরে।কলকাতায় বিজেপির হেস্টিংসয়ের অফিস থেকে পদ্ম শিবিরে রাজনৈতিক যাত্রা শুরু করবেন তিনি। দলের প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহ। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল তাঁর কান্নাকাটির ভিডিও। কিন্তু চোখের জল এখন একেবারেই অতীত। বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে কথা বলে দলবদল পাকা করে ফেলেছেন তিনি।

দলবদল নিয়ে গত শনিবারই স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন সোনালী গুহ। সাংবাদিকদের কাছে তিনি বলেছিলেন, “মুকুল দার সঙ্গে কথা বলে নিয়েছি। দল ছাড়তে আমার কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই।” কিন্তু এতদিনের সহকারী সোনালী গুহকে কেন বিধানসভা নির্বাচনের টিকিট দিলেন না তৃণমূল সুপ্রিমো? এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, “সোনালী তো অসুস্থ, তাই ওকে এবার প্রার্থী করা হয়নি।” কিন্তু বলা বাহুল্য এই অজুহাত মানতে পারেননি সোনালী দেবী। তৃণমূলের এবারের প্রার্থী তালিকায় এবার রয়েছে টলিউড তারকাদের ভিড়। সেখান থেকে গেরুয়া দলকেই ভবিষ্যত হিসেবে বেছে নিয়েছেন তিনি।