সৌরভ গাঙ্গুলী শাসন করেছিলেন যেসব বোলারকে…




একসময় ব্যাট হাতে একাধিক বোলারের মনে ত্রাস জুগিয়েছিলেন তিনি। কখনো ঘাস পোড়ানো কভার ড্রাইভ বা কখনো স্টেপ আউট করে সিক্স কোনো কিছুতেই খামতি রাখেনি প্রতিপক্ষের দুর্গ জয়ের আর তাতেই প্রমাণ দিয়েছেন যে ‘মহারাজা’ তিনি শুধু নামেই নন। অসংখ্যবার বিধ্বংসী ব্যাটে- বলে বাইশ গজের গন্ডি টপকে পৌঁছে গেছেন ক্রিকেট প্রেমী অসংখ্য মানুষের চারপ্রকোষ্ঠে, অনুগামীরা ভালোবেসে ডেকে উঠেছেন দাদা।

টেস্ট ও ওয়ানডে মিলিয়ে তার রানের গন্ডি প্রায় ২০হাজার, আর এই লক্ষ্য অর্জনেই একের পর এক পাহাড় ভেঙে কালঘাম ছুটিয়েছেন একাধিক বোলারের। ফাস্ট বোলিংয়ের চেয়ে তিনি স্পিনেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন ২২গজে। তবে এমন তার এমন কিছু বিধ্বংসী ইনিংস আছে যেখানে প্রতিপক্ষের সামনে তিনি হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য…

১৮৩, বনাম শ্রীলঙ্কা। ১৯৯৯

স্পিন বোলিংয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি বার আউট হলেও স্পিন খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন তিনি। সৌরভ গাঙ্গুলীর ১৯৯৯তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩, ভারতীয় প্লেয়ারদের মধ্যে ওয়ার্ল্ড কাপ ফাইনালের ইনিংসের মধ্যে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান। ৪১ ওভারের শুরুতে গাঙ্গুলির মোট রান ছিল ১১৫, বল হাতে মুরলিথরনের প্রথম বল ডট হওয়ার পরে ছয়, চার আবার ছয়। তারপর আবার ৪৫ ওভারে কে. উপাসন্থের বলে পরপর চারটে চারের পর একটা ছয় মেরে কার্যত শ্রীলঙ্কান প্লেয়ারদের চোখে সর্ষে ফুল দেখিয়েছিলেন তিনি।


১০৫ বনাম সাউথ আফ্রিকা।

ভারত বনাম সাউথ আফ্রিকার দ্বিতীয় একদিবসীয় ক্রিকেট ম্যাচ। ব্যাটের ঝলকানিতে সাউথ আফ্রিকার স্পিন বোলার নিকি বোয়ে কার্যত নাস্তানাবুদ করেছিলেন সৌরভ। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ৪৭ওভারে অলআউট হয়ে সাউথ আফ্রিকার মোট স্কোর দাঁড়ায় ১৯৯। ব্যাটিং করতে নেমে ২১রানে শচীন আর তার পরের বলেই এস.বি.জোশী পরপর আউট হয়ে যাওয়ার পরও একা হাতে দুর্দান্ত কিছু কভার ড্রাইভ, সুইপ আর স্টেপ আউট ওভার বাউন্ডারির দিয়ে ম্যাচ শেষে ইন্ডিয়ার স্কোর গিয়ে দাঁড় করায় ২০৩ যার মধ্যে গাঙ্গুলির একা ১০৫, ১০টা চার আর ৪টে ছয়।


২৩৯ বনাম পাকিস্তান, ২০০৭

সৌরভ গাঙ্গুলির কেরিয়ারের এটি অন্যতম স্মরণীয় ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে এই টেস্ট ম্যাচেই তিনি প্রথম ডবল সেঞ্চুরি করেন পাশাপাশি এটি তার টেস্ট ক্রিকেট ইতিহাসে ৯৯তম ম্যাচ। ক্রিকেট কেরিয়ারের সব ফরম্যাট মিলিয়ে ৩০টা চার ও ২টো ছয় মিলিয়ে ২৩৯ তার সর্বোচ্চ রান। তখনকার পাকিস্তান বোলার মহম্মদ শামী, ইয়াসির আরাফাত, ড্যানিশ কেনরিয়া সহ অন্যান্য বলারদেরও নাজেহাল করে দিয়েছিল গাঙ্গুলীর এই দুর্দান্ত পারফরম্যান্স।

৮২ বনাম অস্ট্রেলিয়া, ২০০৪

ক্রিকেটের মাঠে আমরা প্রত্যেকেই সৌরভ গাঙ্গুলীর আগ্রাসী মেজাজের সাথে সুপরিচিত। ৯ই জানুয়ারি, ২০০৪- এ মেলবোর্নে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার সাথে ওয়ান ডে ক্রিকেট ম্যাচে আন্ড্রু সাইমন সহ গোটা অস্ট্রেলিয়া টিম সেই ঘটনার সাক্ষী হয়েছিল। ১৯ ওভারের শুরুতে সৌরভ ব্যাট করতে নেমেই প্রথম বলেই একটা আউট হওয়ার সম্ভবনা তৈরি হলেও সেটি কাটিয়ে উঠে খেলতে থাকে। কিন্তু ২৩ওভারের শুরুতে পরপর দুটো ডটবল দেওয়ার পর আন্ড্রু সাইমনের স্লেজিং আগুনে ঘি ঢালার মতো কাজ করেছিল, অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল সৌরভ। জবাবে ৮২রানের একটা আগুনে ইনিংস উপহার দিয়েছিল ইন্ডিয়াকে।