বাঙালির গর্ব বলা হয়ে থাকে যাঁকে, সেই সৌরভ গাঙ্গুলি যখন ক্রিকেটে এক দুর্দান্ত ক্যারিয়ার শেষ করার পর বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত হলেন, বাঙালির বুক গর্বে আরেকটু যেন চওড়া হয়ে গেছিল। BCCI এর সভাপতি হওয়ার পর বাঙালিদের আর মাটিতে পা পড়ে না। পরবর্তীকালে শোনা যায় ICC র ও এক অংশ হয়ে উঠেছেন সৌরভ গাঙ্গুলি।

তাই তাঁর bcci এর পদের সঙ্গে জড়িয়ে আছে সমস্ত বাঙালির উদ্ধত্ত। তাই এই পদ থাকলো কি থাকলো না, সেই নিয়ে সৌরভ গাঙ্গুলির থেকেও বাঙালির বেশি মাথা ব্যথা।

 BCCI

সুপ্রিম কোর্ট বোর্ড প্রশাসকদের জন্য বাধ্যতামূলক কুলিং-অফ ক্লজ সংশোধন করার জন্য বিসিসিআইয়ের আবেদনের অনুমতি দিয়েছে। এখন তিনি বিসিসিআই এবং একটি রাজ্য অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ 12 বছরের মেয়াদ থাকতে পারেন।