নিজস্ব সংবাদদাতা- আপামর বাঙালির হৃদকম্পন বাড়িয়ে ফের অসুস্থ হয়ে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুকে ব্যথা জনিত কারণেই বিসিসিআই সভাপতি আবার অসুস্থ হয়ে পড়েছেন বলে নিশ্চিত করা হয়েছে অ্যাপোলো গ্লেনঈগলস হাসপাতালের পক্ষ থেকে। আজ দুপুরে শারীরিক অবস্থা গুরুতর হয়ে উঠলে বেহালার বাড়ি থেকে সৌরভকে গ্রীন করিডোর তৈরি করে অ্যাপেলোতে এনে ভর্তি করা হয়।

হৃদরোগ বিশেষজ্ঞ আফতাব খান, সপ্তর্ষি ঘোষের অধীনে এই মুহূর্তে মহারাজের চিকিৎসা চলছে। ইকো কার্ডিওগ্রামে ধরা পড়েছে তার হৃদযন্ত্রের সমস্যার কারণেই বুকে ব্যথা হচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল অ্যাঞ্জিওগ্রাম করে দেখা হবে প্রাক্তন ভারত অধিনায়কের শারীরিক পরিস্থিতি ঠিক কোন জায়গায় আছে। ঘটনা হল সপ্তাহখানেক আগে বাড়িতে জিম করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায় সৌরভ। সেই সময় তাকে পারিবারিক চিকিৎসকের পরামর্শে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এর আগেরবার অ্যাঞ্জিওগ্রাম করে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রের ধমনীতে তিনটি ব্লকেজ আছে। তৎক্ষণাৎ অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই সময় অ্যাঞ্জিওপ্লাস্টি করে একটি ব্লকেজ সরিয়ে স্টেন্ট বসানো হয়েছিল সৌরভের। মাসখানেক পরে বাকি দুটি ব্লকেজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় চিকিৎসকরা। বিশ্ব বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠি সৌরভকে দেখে তখন জানিয়েছিলেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, এমনকি প্লেন চালানোর মতো ফিট!

এই বিশেষজ্ঞ চিকিৎসকদের যাবতীয় আশ্বাসবাণী সত্বেও সৌরভ গঙ্গোপাধ্যায় আবারও অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে সমস্ত মহলে। জানা গিয়েছে গতকাল রাত থেকেই তার বুকে ব্যথা করছিল, কিন্তু আজ সকালে সেই ব্যথা প্রবল আকার ধারণ করলে চিকিৎসকরা আর কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। কয়েকদিন আগেই সৌরভের দাদা তথা প্রাক্তন রঞ্জি খেলোয়াড় স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রের ধমনীতেও স্টেন্ট বসানো হয়। বেহালার বীরেন রায় রোডের বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবারে অবশ্য হৃদরোগের ঐতিহ্য আছে। প্রাক্তন ভারত অধিনায়কের বাবা চন্ডী গঙ্গোপাধ্যায়ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে সৌরভের শারীরিক বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। এমনকি প্রয়োজনে তাকে দিল্লি উড়িয়ে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ‌ও দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পক্ষ থেকে।