একদিকে করোনা, অন্যদিকে ভোট। গত ২৪ ঘণ্টায় যখন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ছাড়াল, তখন রাজ্যে চলছে পঞ্চম দফার ভোট। দেশের নানাপ্রান্তে যখন করোনা রোগীদের হাসপাতালে ভর্তি করানোর আর জায়গা হচ্ছে না, তখন রাজ্যের ভোটে কিছু জায়গা থেকে আসছে অশান্তির খবর। করোনায় যখন মানুষের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, তখনও বাংলার কিছু জায়গায় কিছু মানুষ বা দল ব্যস্ত ভোটে অনিয়ম করে ভোটে জেতায়। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে করোনা সুরক্ষা বিধি মেনেই পঞ্চম দফায় রাজ্যের ৬ জেলার ৪৫টি আসনে চলছে ভোটগ্রহণ। করোনায় যখন গোটা দেশ কাঁপছে, ঢেউ আছড়ে পড়েছে বঙ্গেও, কিন্তু ভোটে অশান্তি তাতেও কমেনি।

সকাল থেকেই সল্টলেকে ব্যাপক উত্তেজনা। তৃণমূল- বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি চরম জায়গায় যায়। দু’পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ির অভিযোগ উঠেছে। চাকদায় আবার একেবারে আগ্নেয়াস্ত্র সহ দাপাদাপি। কল্যাণীর গয়েশপুরে বিজেপি নেতার বাড়িতে বোমা। তৃণমূলের দিকে অভিযোগ। অশান্তির খবর এসেছে মিনাখাঁ থেকেও। সেখানে যুযুধান দুই পক্ষ তৃণমূল-আইএসএফ। এই সময় ওয়েবসাইটে প্রকাশ, কেন্দ্রীয় বাহিনী ভোটারদের জিজ্ঞেস করছে বিজেপিক ভোট দিয়েছো তো? অভিযোগ বিদায়ী মন্ত্রী গৌতম দেবের।

কামারহাটিতে ১০৭ নম্বর বুথের মধ্যে মৃত্যু হয়েছে নির্দল প্রার্থী অভিজিৎ সামন্তের এজেন্টের। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। নির্বাচন কমিশনে যাবেন বলে জানালেন কামাহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র।ভোটপ্রক্রিয়া চলাকালীন অসুস্থ হন। বুকে দিয়ে শুয়ে পড়েন।

সকাল ৯ পর্যন্ত ভোটের হার ১৬.১৫%
জলপাইগুড়ি- ১৮.৬৫%।
কালিম্পং-১৪%।
দার্জিলিং -১৪.৭৩%।
উত্তর ২৪ পরগনা -১৫.১৩%।
পূর্ব বর্ধমান -১৬.০৬%।
নদীয়া-১৬.৪৫%।

কোথায় কোথায় চলছে ভোটগ্রহণ

নদিয়া: শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ , রানাঘাট উত্তর-পূর্ব , রানাঘাট দক্ষিণ , চাকদহ, কল্যাণী , হরিণঘাটা বিধানসভা আসনে ভোটগ্রহন ।

উত্তর ২৪ পরগনা: পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি , বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ।

দার্জিলিং: দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি , শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।

জলপাইগুড়ি: ধূপগুড়ি, ময়নাগুড়ি , জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।

পূর্ব বর্ধমান: খণ্ডঘোষ , বর্ধমান দক্ষিণ, রায়না , জামালপুর , মন্তেশ্বর, কালনা , মেমারি, বর্ধমান উত্তর।