Theprint

অনেক টানাটানি হাড্ডাহাড্ডি লড়াই এর পর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন । ভারতীয়রা তাই স্বভাবতই জানতে চাইবেন যে আমেরিকার সঙ্গে ভারতের ভবিষ্যৎ বাইডেনের আমলে কেমন হতে চলেছে । শুভ না অশুভ ?

joe biden 1200 1
The Indian Express

১. চীনের সঙ্গে সম্পর্ক

আমেরিকার দুটি প্রধান রাজনৈতিক দল হল রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টি । বাইডেন ডেমোক্র্যাট দলের প্রার্থী হয়ে জিতেছেন । এই মুহূর্তে  আমেরিকার দুতি রাজনৈতিক দল ই চান ভারতকে পাশে পেতে । তার প্রধান কারন চীন । চিন ক্রমাগতই তার অর্থনৈতিক ও সামরিক শক্তি বাড়িয়ে চলেছে | এই মুহুর্তে চীন এই দুটি ক্ষেত্রেই দ্বিতীয় (আমেরিকা প্রথম) এবং চীন প্রশান্ত মহাসাগরে ও ভারত মহাসাগরে তার শক্তি বাড়িয়ে চলেছে | ভারত মহাসাগরে চীনের শক্তি বাড়ানোর প্রধান কারণ ওই দেশের প্রয়োজনীয় তেল আসে আরব দেশ গুলি থেকে | এবং সেই তেলের জাহাজ দিয়ে আসার একমাত্র পথ ভারত মহাসাগর | ভারতের ভারত মহাসাগরে নৌ শক্তি যথেষ্ট | এছাড়া দক্ষিন এশিয়া তে ভারত সামরিক ও আর্থিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী দেশ | চীনকে আটকাতে আমেরিকার তাই খুব বেশি দরকার ভারত কে | চীন কে প্রতিরোধ করতে ভারতের ও দরকার আমেরিকা কে | সুতরাং আগের মত আমেরিকার সুসম্পর্ক আগের মতই বজায় থাবে বলেই আশা করা যায় |

২. ভারতীয় পণ্যের ওপর টারিফ

দ্বিতীয় যে ক্ষেত্রে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হতে পারে সেটা হচ্ছে ভারতীয় পণ্যের ওপর টারিফ তুলে নেবার ক্ষেত্রে | এতদিন পর্যন্ত ভারত থেকে আমেরিকাতে জিনিষ আমদানি করতে কোনো ট্যাক্স বা টারিফ দিতে হত না | কারণ ভারত একটি উন্নতিশীল দেশ বলে পরিগনিত হত | ট্রাম্প এই হিসেব পাল্টে দিতে চাইছিলেন | তাঁর দাবি যে ভারত আর উন্নতিশীল দেশ নেই , তাকে এখন উন্নত দেশের মধ্যে ধরতে হবে এবং  আমেরিকাতে ভারতীয় জিনিষ রপ্তানি করতে গেলে ট্যাক্স বা টারিফ দিতে হবে | এতে ভারতের আমেরিকাতে বানিজ্যের ওপর বেশ বড় প্রভাব পড়ত | কারণ এত টাকা টারিফ দিতে গেলে ভারতীয়  পণ্যের মূল্য বৃদ্ধি ঘটত ও এতে ব্যবসার ক্ষতি হত | বাইডেন এর ক্ষেত্রে আশা করা যাচ্ছে যে তিনি ভারতের পণ্যের ওপর এই টারিফ তুলে নেবেন ও এতে আমেরিকাত রপ্তানি ক্ষেত্রে ভারতের সমূহ লাভ হবে |

President Trump signs orders to lower
The Sunday Guardian

৩. ভিসা সমস্যা

তৃতীয় যে ক্ষেত্রে ভারতীর লাভ হতে পারে তা হলো ভিসার ক্ষেত্রে | আমেরিকার অনেক গুলি বড় বড় ইনফরমেশন  টেকনোলজি বা IT কোম্পানি ভারত থেকে বহু লোক আমেরিকা তে এনে কম পয়সায় কাজ করিয়ে লাভের অঙ্ক বাড়ায় | এর মধ্যে আছে গুগল, ফেসবুক ও অ্যাপল এর মত কোম্পানি ।  এছাড়া ইনফোসিস এবং টিসিএস এর মত ভারতীয় কোম্পানি ও আছে | এর ফলে অনেক ভারতীয় আমেরিকাতে চাকরি পায় | দ্বিতীয়ত এতে অনেক ভারতীয় কোম্পানিও লাভের মুখ দেখে | তৃতীয়ত আমেরিকা তে চাকরি করে অনেক ভারতীয় দেশে প্রচুর বিদেশী মুদ্রা মানে আমেরিকান ডলার পাঠায় | এতে অর্থ নীতির সুবিধা হয় | ট্রাম্প এই ভিসা বহু পরিমানে কমিয়ে দেবার কথা ঘোষণা করেছেন | তাঁর যুক্তি এতে আমেরিকার লোক চাকরি ক্ষেত্রে সুযোগ হারাচ্ছে ও সেই সুযোগ নিচ্ছে অনেক ভারতীয় কম পয়সায় কাজ করে | বাইডেন তাঁর ভোট প্রচারের সময় জানিয়ে দেন যে তিনি এই ভিসা নীতির পরিবর্তন এনে আবার আগের মত করে দেবেন | এতে অনেক ভারতীয়র আমরিকাতে তে থাকা ও কাজ করার সুবিধা হবে |

৪. কাশ্মীর প্রসঙ্গ

kamala harris generic adam schultz 02 081520
whyy.org

একটা ব্যাপারেই শুধু ভারতের কিছু অসুবিধা হতে পারে | কমলা হ্যারিস তাঁর মনোনীত ভাইস প্রেসিডেন্ট | কমলা হ্যারিসের মা ভারতীয় হলেও ভারতের কিছু কিছু নীতির তিনি বিরোধী | যেমন কাশ্মীরের  special status বা বিশেষ  মর্যাদা তুলে নেবার তিনি বিরোধীতা করেছেন তাঁর আগের কিছু কথায় | এছাড়াও হ্যারিস ভারতের CAA বা citigens amendment bill এর বিরোধী | এই সব কারণে ভারত সরকারের সঙ্গে বাইডেন সরকারের দ্বিমত হতে পারে |

৫. সবমিলিয়ে কি হবে

তবে এই মুহুর্তে আমেরিকার সবচেয়ে বড় প্রচেষ্টা চীন কে আটকানো | যতক্ষণ সেই পরিস্থিতি বহাল থাকবে ততক্ষণ আমেরিকা ভারতকে এই সব নিয়ে বেশি ঘাঁটাবে না বলেই মনে হয় | তাই বাইডেনের প্রেসিডেন্ট হওয়া সব দিক বিচার  করে ভারতের ভালই করবে বলে মনে হয় |