নিজস্ব সংবাদদাতা : কলকাতার বায়ুদূষণের সূচক অনেক বেশি দিল্লির তুলনায়, এরকমই দাবি করেছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর‌।‌ শুক্রবার ‘মার্চেন্টস চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডস্ট্রির’ এক ভার্চুয়াল আলোচনা সভায় কেন্দ্রীয় মন্ত্রী জানান, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালুরু -র মতো মেট্রোপলিটন সিটির চেয়েও কলকাতার দূষণের মাত্রা অনেক বেশি। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন শুক্রবার কলকাতার বায়ুদূষণ সূচক ছিল ৩০৯। যেখানে দিল্লির মাত্রা ২৫০, বেঙ্গালুরুর ৬১ ও চেন্নাইয়ের ৪৭।

কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী এই আলোচনায় আরও জানান যে, কোনো কোনো শহরে শিল্প সংক্রান্ত কার্যকলাপ বেশি হলেও সেখানে বাতাসে দূষণের মাত্রা কম থাকে। কিছু বিশেষজ্ঞরা বলছেন, গাঙ্গেয় সমতল এলাকায় পলিমাটি থাকায় ধূলিকণার মাত্রা বেশি। দক্ষিণ ভারতের এলাকার মাটি, হাওয়ার চরিত্র অনুযায়ী বাতাসে ধূলিকণার মাত্রা কম।
প্রাকৃতিকভাবে চরিত্র অনুযায়ী দূষণের মাত্রা বাড়ালেও, প্রশাসনিক স্তর দূষণের মাত্রা কমানোর ব্যাপারে ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় পরিবেশ বিভাগ।

বায়ুদূষণের এই তথ্য দেওয়ার পাশাপাশি প্রকাশ জাভড়েকর বলেছেন, বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়িয়ে দূষণরোধ করার ভাবনার কথাও । বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়লে দাম কমতে পারে এই আশ্বাসও দিয়েছেন তিনি। বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং স্টেশন ও ব্যাটারি বদলের ও ব্যবস্থা থাকবে নির্দিষ্ট কিছু জায়গায়।
দূষণের সমস্যার সমাধান পেতে সৌর শক্তির ব্যবহার বাড়ানোর দিকে নজর দিচ্ছে কেন্দ্রীয় পরিবেশ বিভাগ এবং এক্ষেত্রে এও জানা যায়, ২০২২ সালের মধ্যে এক লক্ষ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার পরিকল্পনা নিয়েছে সরকার।