নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে এমনিতেই রাজ্যের একাধিক কেন্দ্রে সেই প্রার্থী নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন দলীয় কর্মীরা। দমদম, জলপাইগুড়ির মত এলাকায় নিজেদেরই পার্টি অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। সিঙ্গুরে বিজেপি পদপ্রার্থীকে বাতিল করার জন্য আমরণ অনশনেও বসেছেন বিজেপি তাঁরা। তার ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট নেত্রীকে ক্ষমতা থেকে সরানোর যুদ্ধ। চারপাশে এতগুলো ঘটনার জেরে ইতিমধ্যেই ঘরে-বাইরে প্রবল চাপে পড়েছে বিজেপি

এরমধ্যেই বিজেপির আরেক প্রার্থীকে ঘিরে যৌন কেলেঙ্কারির অভিযোগ তুললেন তাঁরই স্ত্রী। একুশের বিধানসভা ভোটে কালিয়াগঞ্জ কেন্দ্র থেকে তাঁর ‘স্বামী’কে নাকি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে গেরুয়া শিবির! এদিকে ‘স্ত্রী’র অভিযোগ, একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাঁর ‘স্বামী’ সৌমেন রায়। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ফালাকাটার বাসিন্দা কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের বিরুদ্ধে তাঁর ‘স্ত্রী’র এই অভিযোগের ভিডিও। আর এতেই বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত, গতকাল কালিয়াগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সৌমেন রায়ের নাম দিল্লীতে ঘোষণা করার পর থেকেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না। প্রথমে দলীয় কর্মী, সমর্থকদের কাছে সৌমেন রায়ের পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়ায়। কে এই প্রার্থী, সেটাই নাকি বুঝে উঠতে পারছিলেন না স্থানীয় নেতৃত্ব। এমনকি স্বয়ং জেলা সভাপতির কাছেও একেবারে ‘অচেনা’ এই সৌমেন রায়। তাই নিয়ে জেলা নেতৃত্বের মধ্যে একটা ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। আর সেই বিতর্কের আগুনেই যেন আরও ঘি ঢালল তাঁর ‘স্ত্রী’র ভাইরাল ভিডিও। ‘স্বামী’র বিরুদ্ধে ‘স্ত্রী’র করা বিস্ফোরক অভিযোগ!

ভিডিওতে মহিলা অভিযোগ করেন, চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের সাথে আর্থিক প্রতারণা করেছেন এই সৌমেন রায়। একইসঙ্গে একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কও রয়েছে তাঁর। এই ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। 

পেশায় শিক্ষক এই সৌমেন রায়ের বিরুদ্ধের ইতিপূর্বে ফালাকাটা এলাকায় একাধিক সাধারণ মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ ছিলই। সবমিলিয়ে বিজেপির প্রার্থী বিড়ম্বনা কাটতে চাইছে না কিছুতেই।