নিজস্ব সংবাদদাতাঃ আজ উডল্যন্ড থেকে ছাড়া পাছেন বিসিসি আই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারতীয় আধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তার শারীরিক উন্নতি দেখে হসপিটাল ক্তৃপক্ষ তাকে গতকালই বাড়ি যাবার আনুমতি দেন কিন্তু মহারাজ নিজেই আর একটি দিন হাসপাতাল থাকবেন বলে জানান। তাকে বাড়ি নিয়ে যাবার জন্য এসেছে পাইলট কার। তার কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে হাসপাতাল ক্তৃপক্ষ।

maharaj

খবরসূত্রে, জানা যায় যে ২ জানুয়ারি দুপুর ১টা নাগাদ সৌরভ গাঙ্গুলী কাড্রিয়াক অ্যারাস্টে আক্রান্ত হন এবং উডল্যন্ড হসপিটালে ভর্তি হন। ভর্তি হবার পর থেকে তার শারীরিক উন্নতির খবর সামনে আসে। কাল রাতে হাসপাতাল ক্তৃপক্ষ জানান যে ভাল আছেন সৌরভ গাঙ্গুলী। রাতে ভাল ঘুম হয়েছে তার। হাসপাতাল ক্তৃপক্ষ আরও জানান যে সকাল বেলা চিকিতসক দেবী শেঠী সৌরভ গাঙ্গুলীর মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখবেন এবং তার পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিতসা পদ্ধতি স্থির করা হবে।

খবরসূত্রে, আরও জানা যায় যে মহারাজ নিজে উডল্যন্ড হসপিটাল ক্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং সাথে তার অনুরাগীদের উদ্দেশ্যে বলেন, ” আমি এখন সুস্থ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের যারা প্রতিসময়ে আমার সুস্থতার কামনা করেছেন। আপনাদের ভালবাসা ও শুভকামনায় আমি আপ্লুত। আশা রাখি পরবর্তী সময়েও আপনাদের ভালবাসা ও আশীর্বাদ আমার সঙ্গে থাকবে।” এছারাও সৌরভ বলেন, “আই এম রেডি টু ফ্লাই সুন”।