ফেলুদা সমগ্র

ফেলুদা ওরফে প্রদোষ চন্দ্র মিত্র, এমন কোনো বাঙালী হয়তো নেই যারা এই নামটির সাথে পরিচিত নন, সত্যজিৎ রায়ের সৃষ্টি এই ফেলুদা চরিত্রটি বাংলা থ্রিলার গল্পের অন্যতম বিখ্যাত কাল্পনিক গোয়েন্দা চরিত্র। 1965 সালে ফেলুদা সিরিজের প্রথম গল্প দার্জিলিয়ের পটভূমিকার ওপর লেখা ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। আর এই ফেলুদার পথ চলা শুরু, কবে যে বইয়ের পাতায় থাকা এই কাল্পনিক চরিত্রটি বাঙালীর বাস্তব জীবনের ঘরের ছেলে হয়ে উঠল তা বলা মুস্কিল ! সত্যজিৎ রায়ের সৃষ্ট অনান্য কাল্পনিক চরিত্র যেমন প্রফেসার শঙ্কু, তারিনীখুড়ো ইত্যাদির মধ্যে ফেলুদা ই যে সবচেয়ে জনপ্রিয় তা আর আলাদা করে বলার অবকাশ রাখেনা।

ফেলুদা র অভূতপূর্ব জনপ্রিয়তার কারনেই সত্যজিৎ রায় বইয়ের পাতা থেকে ফেলুদা কে তুলেধরেন বড় পর্দায়, চলচ্চিত্রের মাধ্যমে। পরবর্তী সময়ে সত্যজিৎ রায়ের অবর্তমানে অনান্য পরিচালকেরাও ফেলুদা চরিত্রটিকে নিয়ে ছোট এবং বড় পর্দায় চল্চ্চিত্র নির্মানের কাজে ব্রতী হন। বিভিন্ন সময়ে বিশিষ্ঠ অভিনেতারা এই ফেলুদা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। সেই সব অভিনেতাদের সমন্ধে জানতে অবশ্যই পড়ুন আজকের বিশেষ ‘ফেলুদা স্পেশাল’ প্রচ্ছদটি।

Feluda
সৌজন্যে Freepressjournal: বইয়ের প্রচ্ছদে ফেলুদা ও তোপসে

ফেলুদা র চরিত্রে অভিনয় করা অভিনেতাদের কথায় জাওয়ার আগে ফেলুদা র ব্যক্তিত্ব সম্পর্কে একটু আলোকপাত করে নেওয়া যাক। সত্যজিৎ রায়ের গল্পানুসারে ফেলুদার বয়েস 27 বছর (প্রথম গল্পে), উচ্চতা 6’2”, পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারন, মার্শাল আর্টেও বিশেষ দক্ষ এবং নিয়মিত শরীর চর্চাও তিনি করেন। গোয়েন্দাগিরি শুরুর আগে ফেলুদা একটি বেসরকারি অফিসে কাজ করতো তবে গোয়েন্দাগিরিতে পসাঢ় জমার পর সে চাকরি তিনি ছেরে দেন। গোয়েন্দাগিরিতে ফেলুদার অহরহ সঙ্গী তার খুড়তুতো ভাই তপেশরঞ্জন মিত্র ওরফে তোপসে। তবে বিশেষ কিছু গল্পে ফেলুদা এবং তোপসে র সাথে রহস্য-রোমাঞ্চ উপন্যাসিক লাল মোহন গাঙ্গুলী ওরফে জটায়ু র উল্লেখও বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ফেলুদা চরিত্রটিতে বহু অভিনেতাই বিভিন্ন সময়ে অভিনয় করেছেন বা করছেন, সেই তারকারা কারা চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে,

1. সৌমিত্র চট্টোপাধ্যায়:

ফেলুদা র চরিত্র অভিনয় করা অভিনেতাদের মধ্যে সর্বকালের সর্বসেরা হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 1974 এ ফেলুদা সিরিজের প্রথম ছবি সত্যজিৎ রায় পরিচালিত ‘সোনার কেল্লা’ মুক্তি পায়। এই ছবিটির দ্বারাই সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম আত্মপ্রকাশ ঘটে ফেলুদা চরিত্রে। আর সেই থেকেই বাঙালী ফেলুদা বলতে সৌমিত্র চট্টোপাধ্যায়কেই বোঝান।সত্যজিৎ রায়ও তার বহু সাক্ষাতকারে বারংবার বলেছেন যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছারা ফেলুদা চরিত্রে তিনি কোনো দিনও অন্য কাওকে ভাবতেই পারেননি, তিনিই ছিলেন সত্যজিৎ রায়ের প্রথম এবং শেষ চয়েস্। সৌমিত্র চট্টোপাধ্যায়কে ‘সোনার কেল্লা’ ছারা সত্যজিৎ রায় পরিচালিত ফেলুদা সিরিজের দ্বিতীয় ছবি ‘জয় বাবা ফেলুনাথ’ ও অভিনয় করতে দেখা যায়। সৌমিত্র হয়তো এই চরিত্রে কেবল দু’বার অভিনয় করেছেন, কিন্তু তাঁর অভিনিত ফেলুদা চরিত্রটি এখনও দর্শকদের মন জয় করে।

চলতি বছরে এই করোনা পরিস্থিতির মধ্যেই সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের ছেরে না ফেরার দেশে চলে গেছেন কিন্তু বলাই বাহুল্য ফেলুদা চরিত্রটির মধ্যে দিয়েই তিনি চিরস্মরনীয় হয়ে থাকবেন ফেলুদাপ্রেমী বাঙালীর ইমোশ্যানে।

1605517099 feluda
সৌজন্যে news18

2. সব্যসাচী চক্রবর্তী:

বড় পর্দা এবং ছোট পর্দা উভয় ক্ষেত্রেই সব্যসাচী চক্রবর্তীকে ফেলুদা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরে একমাত্র সব্যসাচী চক্রবর্তী ফেলুদা চরিত্রে অভিনয় করে বিপুল সংখ্যক বাঙালীর মন জয় করতে সক্ষম হয়েছেন। সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের পরিচালনায় একাধিক ফেলুদা সিরিজের ছবিতে সব্যসাচী চক্রবর্তীকে অভিনয় করতে দেখা গেছে। বাক্স-রহস্য (2001), বোম্বাইয়ের বোম্বেটে (2003), কৈলাসে কেলেঙ্কারি (2007), টিনটোরেটোর যীশু (2008),গোরস্থানে সাবধান! (2010), রয়েল বেঙ্গল রহস্য (2011) এবং ডবল ফেলুদা (2016) ছবিগুলিতে বড় পর্দায় ফেলুদা চরিত্রে সব্যসাচী চক্রবর্তী অভিনয় করে দর্শকদের কাছে তথা চল্লচিত্র সমালোচকদের মধ্যেও প্রশংশিত হন।

এছারা ছোট পর্দায় টেলিভিশনে সম্প্রচারিত ফেলুদা সিরিজ গুলিতে যথা গোঁসাইপুর সরগরম, শেয়াল দেবতা রহস্য, বোসপুকুরে খুনখারাপী, যত কান্ড কাঠমান্ডুতে, জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা, ঘুরঘুটিয়ার ঘটনা, গোলাপি মুক্তা রহস্য, অম্বর সেন অন্তর্ধান রহস্য এবং ড. মুনসীর ডায়েরী তে ফেলুদা হিসেবে সব্যসাচী চক্রবর্তীকেই অভিনয় করতে দেখা গেছে। এরমধ্যে অম্বর সেন অন্তর্ধান রহস্যে সৌমিত্র চট্টোপাধ্যায়ও বিশেষ ভূমিকায় অভিনয় করেছিলেন।

সৌজন্যে imdb

3. শশী কাপুর:

ফেলুদা সিরিজের ওপরে ছোট পর্দায় বা টেলিভিশনে যে শুধুমাত্র বাংলাতেই কাজ হয়েছে তা কিন্তু নয়, অনেকেরই অজানা 1986 এ সন্দীপ রায় ডিডি ন্যাশান্যাল চ্যানেলটির জন্য হিন্দি ভাষায় ফেলুদা পরিচালনা করেন। ‘যত কান্ড কাটমান্ডূতে’ গল্পটির আধারে ছোট পর্দার জন্য তৈরী হয় ‘কিসসা কাটমান্ডূমে’ এবং ছবিতে ফেলুদার ভূমিকায় দেখা যায় হিন্দী চল্লচিত্রের সনামধন্ন অভিনেতা শশী কাপুরকে। উৎপল দত্ত কেও এই ছবিতে মঘনলাল মেঘরাজের ভূমিকায় দ্বিতীয় বার (প্রথম ছবি জয় বাবা ফেলুনাথ) অভিনয় করতে দেখা যায়। এই ছবিটির মাধ্যমে হিন্দীভাষী দর্শকদের মধ্যেও ফেলুদা জনপ্রিয়তা লাভ করে। অপরদিকে শশী কাপুরও বাঙালী দর্শকদের মধ্যে স্নেহভাজন হয়ে ওঠেন।

সৌজন্যে IMDb

4. আবির চট্টোপাধ্যায়:

ব্যোমকেশ বক্সি চরিত্রটির জন্য অভিনয়খ্যাত আবির চট্টোপাধ্যায় কেও বড় পর্দায় ফেলুদা চরিত্রটিতে অভিনয় করতে দেখা গিয়েছে। ফেলুদা সিরিজের বিখ্যাত গল্প ‘বাদশাহী আংটি’ র ওপরে 2014 সালে সন্দীপ রায়ের পরিচালনায় ‘বাদশাহী আংটি’ নামেই ছবিটি মুক্তি পায়। দীর্ঘদিনধরে দর্শক সব্যসাচীকে ফেলুদা হিসেবে দেখে আসছিলেন কিন্তু এই ছবিটির মাধ্যমে আবির চট্টোপাধ্যায়ের প্রথমবার ফেলুদারূপে আত্মপ্রকাশ ঘটে। অল্প বয়সি দর্শকদের হার্ট থ্রব আবির চট্টোপাধ্যায় র ফেলুদা চরিত্রের অভিনয়, সমালোচক এবং দর্শক উভয় দ্বারা প্রশংসিত হয়।

sandipl
সৌজন্যে Indianexpress

5. পরমব্রত চট্টোপাধ্যায়:

ওয়েব সিরিজের জামানায় ফেলুদাই বা বাদ পরে কেন ! 2017 সালে বাঙলা ফিল্ম ইন্ড্রাস্ট্রর বিশিষ্ঠ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ফেলুদাকে নিয়ে প্রথম ওয়েব সিরিজ বানিয়ে প্রশংসিত হন। এই সিরিজে তিনি নিজে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন। অ্যাডাটাইমস স্ট্রিমিং প্ল্যাটফর্মে ‘ফেলুদা’ নামে এই ওয়েব সিরিজটি মুক্তি পায়। এখনও পর্যন্ত তিনটি গল্প যথা শিয়াল দেবতা রহস্য, গোলোকধাম রহস্য এবং ঘুরঘুটিয়ার ঘটনা চিত্রায়িত হয়েছে।

ksnaljhfbdsAdv
সৌজন্যে Mansworldindia

6. আহমেদ রুবেল:

ভারতের বাইরে বাংলাদেশেও ফেলুদা জনপ্রিয়তার শিখর ছুয়েছে। সত্যজিৎ রায়ের ‘নয়ন রহস্য’ অবলম্বনে তৌকীর আহমেদ র পরিচালনায় 2017 বাংলাদেশে প্রথমবার টিভি সিরিজে আত্মপ্রকাশ ঘটে ফেলুদার। এক্ষেত্রে ফেলুদার চরিত্রে অভিনয় করেন অভিনেতা আহমেদ রুবেল। তার একটি সাক্ষাৎকারে তিনি জানান,

নাটক, সিনেমায় মানুষ বহুবার ফেলুদাকে দেখেছে। তা ছাড়া বাংলাদেশে বড় অংশের পাঠক ফেলুদা সিরিজ পড়েছে। এখানকার দর্শকের মাথায় আগে থেকেই ফেলুদার একটা ছবি আছে। ফলে এই সিরিজটি দেখতে বসে তারা আগের ফেলুদার সঙ্গে একটা তুলনার সুযোগ পাবে। সে ক্ষেত্রে আমি চরিত্রটি কতটুকু করতে পারলাম, দর্শকেরা সেটাকে কীভাবে নেবে, এসব ভেবে খানিকটা ভয় লাগে।

আহমেদ রুবেল

ইতিমধ্যেই বাংলাদেশের দর্শকের কাছে ফেলুদা চরিত্রে অভিনয়ের জন্য আহমেদ রুবেল প্রশংসিত হয়েছেন।

8b8e0653b848685c55dcaba41838f059 5cbed31537b17
সৌজন্যে Banglatribune

7. টোটা রায় চৌধুরি:

‘ফেলুদা ফেরৎ’ সিরিজের মধ্যে দিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ফেলুদা আবারও ফিরছেন 2020 সালের শেষেরদিকে। ফেলুদা র দুটি গল্প ‘ছিন্নমস্তর অভিশাপ’ এবং ‘যত কান্ড কাটমান্ডূতে’ গল্পের ওপরে ভিত্তি করে এই সিরিজ তৈরী হয়েছে। এই সিরিজে ফেলুদা চরিত্রের জন্য সৃজিত বেছে নিয়েছেন বাঙালী অভিনেতা টোটা রায় চৌধুরি কে। এই সিরিজটি OTT Platform অ্যাডটাইম এ স্ট্রমিং হবে। ইতিমধ্যে এই সিরিজের ট্রেলার দর্শকদের মন জয় করেছে। এখন এটাই দেখার ফেলুদা চরিত্র টোটা রায় চৌধুরি কতটা দর্শকের মনের কাছাকাছি আসতে সক্ষম হন।

সৌজন্যে Twitter(Tota Roy Choudhury @tota_rc)

তবে এও শোনা যাচ্ছে ভবিষ্যতে ইন্দ্রনীল সেনগুপ্তকেও হয়তো ফেলুদা চরিত্রে বড় পর্দায় দেখা যেতে পারে তবে এই বিষয়ে এখনও কোনো পোক্ত খবর পাওয়া যায়নি।

আজকে প্রচ্ছদটি কেমন লাগলো অবশ্যই আমাদের লিখে জানান।

আরও পড়ুন: