বহুদিন অন্তরালে থাকার পর আবার ভাইরাল হলেন লাকি আলী। লাকি আলীর ফ্যানদের জন্য আবারও সুখবর, সোশ্যাল মিডিয়ায় এই শেষ কয়েক দিনে গুরুতরভাবে ভাইরাল হয়েছে লাকি আলীর গানের ভিডিও। দিন কয়েক আগে 62 বছর বয়সী গায়ক লাকি আলীর গোয়ায় তার ফ্যানদের সাথে কাটানো একটি ভিডিও ইনস্টাগ্রামে ছাড়েন অভিনেত্রী নাফিসা আলি সোডি, যেখানে লাকি আলী তার এক সময়ের হিট গান ‘ O sanam’ গাইছেন এবং গিটার বাজাচ্ছেন। মুহূর্তে ভাইরাল হয় ভিডিওটি।

লাকি আলী -র মিউজিক Album

download 72
kashmirlife . net

নব্বই দশকের বলিউডে ইণ্ডিপপ ঘরানার সংগীতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী ছিলেন লাকি আলী। বলিউড অভিনেতা মেহমুদ আলীর দ্বিতীয় সন্তান ছিলেন তিনি। ‘Sunoh ‘ নামক মিউজিক আলবম প্রকাশের মাধ্যমে সংগীত জগতে লাকি আলী পদার্পণ করেন। এই album টি ওনাকে এনে দেয় প্রচুর সাফল্য ও সম্মান। লাকি আলী 1996 সালের Screen Awards এ বেস্ট পপ মেল ভোকালিস্ট আর 1997 সালে Channel V Viewers Choice Award অর্জন করেন। ‘Sunoh’ আলবামের ‘ O sanam’ https://www.youtube.com/watch?v=dWqb-WqbGh8গানটিই তাকে এনে দেয় প্রভূত সাফল্য। এরপরেও তিনি একাধিক album প্রকাশ করেন, যেমন-Sifar,Aks,Kabhi Aisa Lagta Hai.

বলিউডে লাকি আলী

download 73
dnaindia . com

‘Dushman Duniyan Ka’ সিনেমার Nasha Nasha গানটির মাধ্যমে লাকি আলী বলিউডে পা রাখেন। এরপরে তিনি Kaho Na Pyar Hai সিনেমার জন্য “Ek Paal Ka Jeena” এবং “Na tum jaano Na Hum”-এর মতোন গান গুলি গেয়েছেন। ” Ek Paal Ka Jeena”(https://www.youtube.com/watch?v=hI2NjF6dpao)” গানটির জন্য তিনি 2001 সালে Filmfare Award পান বেস্ট মেল প্লে ব্যাক সিঙ্গার হিসেবে। এছাড়াও তিনি পরবর্তীকালে Sur(2003),Bachna Ae Haseeno(2008) Anjana Anjaani(2010) এবং Tamasha(2015)-এর মতোন বাণিজ্যিক ভাবে সফল ছবিতেও গান গেয়েছেন।

একটা ভাইরাল ভিডিও মুহুর্তে আবার ফিরিয়ে আনলো সেই সব পুরোনো দিনের স্মৃতি। লাকি আলীর ফ্যানরা যেমন এতে বিশাল খুশী তেমনই এই জেনারেশনের অনেকে আবার নতুন করে ফ্যান হয়ে গেল লাকি আলীর। তারকাদের স্টারডাম কখনো ফুরোয় না,খুব বেশী হলে সুপ্ত থাকতে পারে। এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেকটা খারাপের মধ্যে এই অল্পস্বল্প ভালো গুলোও ভালো ভাবে থেকে যাক।

আরও পড়ুনঃ

https://www.banglakhabor.in/wp-admin/post.php?post=8236&action=edit