Dakshineswar Temple : বৃহস্পতিবার থেকে খুলছে দক্ষিণেশ্বর মন্দির, মা ভবতারিণীর দর্শন পাবেন তাঁর ভক্তবৃন্দ। সর্বোচ্চ কুড়িজন প্রধান মন্দির চত্বরে ঢুকতে পারবেন। মন্দিরের গেটের বাইরে বসছে থার্মাল চেকিং এর গ্রুপ

বৃহস্পতিবার, জগন্নাথদেবের স্নানযাত্রার দিনই খুলছে দক্ষিণেশ্বর মন্দির । সকাল ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত মন্দির খোলা হবে। আবার সন্ধ্যারতির জন্য ফের বিকেল তিনটের সময় মন্দির খুলবে, তবে মন্দির চত্বরে জমায়েত চলবে না।

আপাতত নিয়ম করা হয়েছে যে, সর্বোচ্চ কুড়িজন Dakshineswar এর প্রধান মন্দির চত্বরে ঢুকতে পারবেন। মন্দিরের গেটের বাইরে বসছে থার্মাল চেকিং এর সরঞ্জাম। সেখানে শারীরিক পরীক্ষা সম্পন্ন করার পর মন্দিরে প্রবেশ করা যাবে ৷ সকাল ও বিকেল মিলিয়ে মোট ৩ থেকে ৪ ঘণ্টা মন্দিরে ঢোকার সময় পাবেন ভক্তবৃন্দ।

Dakhshineswar temple
nkrealtors.com

Dakshineswar দর্শন

করোনা বিধি মেনেই চলবে ভক্তদের দর্শন ৷ কোনও ভাবে মন্দিরে যাতে দর্শনার্থীদের জমায়েত না হয়, সেই দিকে সব সময় নজর রাখবে কর্তৃপক্ষ ৷ সেই নিয়মেই হবে পুজো-পাঠ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে ফের একবার কড়া নিয়ম শুরু হয়েছিল রাজ্যজুড়ে ৷ বন্ধ হয়েছিল সব মন্দিরের দরজা৷ ধীরেধীরে কিছু স্বাভাবিক ছন্দে ফিরতে, ফের দক্ষিণেশ্বরের মায়ের মন্দির খোলা হচ্ছে ৷ ইতিমধ্যেই মঙ্গলবার ভক্তদের জন্য খুলেছে কালীঘাট মন্দির, খুলেছে মায়াপুরের ইস্কন মন্দিরও ৷ তবে বেলুড়মঠ খোলার এখনও কোনও পরিকল্পনার কথা আপাতত স্পষ্ট নয় ৷