করোনা আক্রান্ত পৃথিবীর প্রায় সকল ফুটবল প্রিয় মানুষ এ মুহূর্তে চোখ রাখছেন টিভির পর্দায়, কারণ প্রতিটা নামী দামী লীগ‌ই এ মুহূর্তে চলছে। বুন্দেসলিগা, লা লিগা, প্রিমিয়ার লীগ থেকে শুরু করে মেজর লিগ, টি.এস.এল প্রায় সব‌ই দর্শকশূণ্য মাঠে হচ্ছে। ইতালিতে সংক্রমণের পরিমাণ বেশ কিছুটা বেশি থাকায় সিরি এ গঠনে বহু বিধি নিষেধ মেনে চলা হচ্ছে। কদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হ‌য় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একটি ছবি, যেখানে একজন ভদ্রমহিলা তাকে গ্যালারিতে মাস্ক পরতে বলছেন। ইতালি ফুটবলের বেশ কিছু তারকা করোনা জয় করে উঠে এসেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য পাওলো ও সিজার মালদিনি, ড্যানিয়েল রুগানি, মাতৌদি, ও পাওলো ডিবালা।

PicsArt 10 06 06.00.12
ডিবালার সেই মার্চের ট্যুইট

করোনা জয় করে ফিরে অসাধারণ খেলেছেন পি এস জির ব্রাজিলীয় তারকা নেইমার। কিছুদিন অন্তর অন্তর টেস্ট করা হলে নেইমার সহ ডি মারিয়া ও আর‌ও বেশ কিছু ফুটবলারের কোভিড টেস্ট, পসিটিভ আসে। এমুহুর্তে দাঁড়িয়ে তারা প্রায় সকলেই সুস্হ।

PicsArt 10 06 06.13.28
নেইমারের ট্যুইট

আর কিছুদিন অপেক্ষার পর‌ই শুরু হতে চলেছে আই এস এল। এ মুহূর্তে ইন্ডিয়ান ফুটবল লীগের দিকে তাকিয়ে আপামর ভারতীয় ফুটবলপ্রেমীরা। এ বছর ভারতীয় ফুটবলের অন্যতম সেরা দুই ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান‌ও রয়েছে ভারতীয় ফুটবলের এক নম্বর লীগে।

করোনা ও ফুটবল যুদ্ধের ইতির হদিস হয়তো কোন‌ও ক্লান্ত ফিনিক্স দেবে না, কিন্তু ফুটবলে মানুষ জয় দেখতে ভালবাসে, এবং সমগ্র বিশ্বের ফুটবলপ্রেমী মানুষ আর‌ও লক্ষ লক্ষ ফুটবল ম্যাচ দেখতে চায়।