সচিন পরবর্তী ভারতীয় ক্রিকেটের অন্যতম রূপকার বিরাট কোহলি। সম্প্রতি আই সি সি প্রকাশিত ও ডি আই ও টেস্ট রাঙ্কিংয়ে বিরাট কোহলি যথাক্রমে প্রথম এবং দ্বিতীয়। বিশ্ব ক্রিকেটের বাদশা কোহলিকে সবচেয়ে বেশিবার যে বোলার আউট করেছেন, তিনি টীম সাউদি। সাউদি এখনও পর্যন্ত কোহলিকে সব ফরমাটের ক্রিকেট মিলিয়ে দশবার আউট করেছেন। নিউজিল্যান্ডের এই বোলারের ক্ষেত্রে কোহলির গড় ৩৩.৬।


সাউদির পরেই রয়েছে ইংল্যান্ডের বোলার গ্রেম সোয়ান ও জেমস অ্যান্ডারসন। সোয়ান ও অ্যান্ডারসন এখনও পর্যন্ত আটবার ডাগআউটে পাঠিয়েছে কোহলিকে। সোয়ানের বিরুদ্ধে কোহলির গড় ২০.৬৭ এবং অ্যান্ডারসনের ক্ষেত্রে ৩১.৩৮। সোয়ান টেস্টে তিন, ওয়ান ডে তে চার এবং টি টোয়েন্টিতে একবার আউট করেছে কোহলিকে। জেমস অ্যান্ডারসন অপরদিকে টেস্টে পাঁচবার এবং ওয়ানডেতে তিনবার কোহলিকে আউট করেছে।




এছাড়াও কোহলি সাতবার করে আউট করেছেন রবি রামপাল ও অ্যাডাম জাম্পা। রামপাল ও জাম্পার বিরুদ্ধে কোহলির গড় যথাক্রমে ২২.৮৬ এবং ৩০.৫৭। অস্ট্রেলিও লেগ স্পিনার জাম্পা ওয়ানডেতে পাঁচবার এবং টি টোয়েন্টিতে দুবার কোহলির উইকেট নিয়েছে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের রামপাল মাত্র ১২ টি ও ডি আইয়ের মধ্যে কোহলিকে ছয় বার এবং টেস্টে একবার ডাগআউটে পাঠিয়েছে।



