নিজস্ব সংবাদদাতা- একুশের বিধানসভা নির্বাচনের আগে টলিউডের তারকাদের রাজনীতিতে যোগ দেওয়ার যে ঢল নেমেছে তাতে এবার সামিল হলেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। এতদিন তাকে বিভিন্ন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে। টালিগঞ্জ সূত্রে খবর সাংসদ হওয়ার পর এবং শেষ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ততটা গুরুত্ব না পাওয়ার পরই তৃণমূল সম্বন্ধে যাবতীয় মোহো কেটে যায় এই অভিনেত্রীর। এদিকে একের পর এক দলীয় সতীর্থ রাজনীতির ময়দানে পা রাখতে শুরু করেন। এমনকি তারপরে যারা টলিউডে এসেছেন সেই সমস্ত অভিনেতা-অভিনেত্রীও বিভিন্ন শিবিরের সামিল হওয়ার পর রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেন শ্রাবন্তী। আজ তিনি বিজেপিতে যোগ দিলেন।

বিজেপিতে যোগ দেওয়ার পর শ্রাবন্তীর মুখে অদ্ভুতভাবে বিজেপি নেতাদের মতো কথা শোনা গিয়েছে। তিনি অন্য কয়েকজন টলিউড তারকার মতো ‘আমি রাজনীতি বুঝি না। কিন্তু বিজেপি ভালো করবে তাই দলে যোগ দিলাম’ মার্কা মন্তব্য করেননি। বরং বলেন, “মোদিজীর কাজ দেখে আমি উদ্বুদ্ধ, তাই বিজেপিতে এলাম।”

শ্রাবন্তী তার রাজনীতিতে প্রবেশ করার ঘটনাকে জীবনের নতুন ইনিংস হিসেবে চিহ্নিত করেন। পাশাপাশি নিজের ফ্যানেদের প্রতি আহ্বান জানান সমর্থনের জন্য। এ প্রসঙ্গে বলেন, “আপনাদের সমর্থন চাই। বিজেপি বাংলার যথেষ্ট বিকাশ করেছে। আমরা সবাই মিলে সোনার বাংলা গড়ে তুলব।” এর আগে রাজ্য সরকার ও তৃণমূলের মঞ্চের তার উপস্থিতি নিয়ে প্রশ্ন করলে এই টলিউড অভিনেত্রী বলেন, “কন্যাশ্রীর মঞ্চে শুধু আমি নই, টলিউডের আরও অনেকে ছিল।”

তার বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তকে হঠাৎ বলে মানতে চাননি শ্রাবন্তী। তিনি জানান বেশ কিছুদিন ধরেই বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি ভাবনা চিন্তা করছিলেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন মানুষের পাশে থাকার জন্য তিনি রাজনীতিতে আসবেন।

ঘটনা হল এই টলিউড অভিনেত্রীর হাতে এই মুহূর্তে খুব বেশি কাজ নেই। বরং তিনি ব্যক্তিগত জীবনের জন্যই এই মুহূর্তে অনেক বেশি করে আলোচনার শিরোনামে আছেন। তার তৃতীয় বিয়ে প্রায় ভেঙে যাওয়ার মুখে দাঁড়িয়ে। এই নিয়েই বেশীরভাগ সময় সামাজিক মাধ্যমে নেটিজেনরা তার সম্বন্ধে নানা রকম মন্তব্য করে থাকেন। এখন দেখার তার রাজনীতিতে আসার এই সিদ্ধান্তকে কেমনভাবে নেন তার ভক্ত সহ নেট নাগরিকরা।