এসএসসি নিয়োগ দুর্নীতি: ফের জেরার মুখোমুখি হতে সিবিআই দফতরে পার্থ চট্টোপাধ্যায়

এসএসসি নিয়োগে দুর্নীতির প্রসঙ্গে চট্টোপাধ্যায়ের উত্তরে সন্তুষ্ট নন সিবিআই কর্তারা। তাই এক সপ্তাহের মাথায় ফের একবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই।


গত বুধবার প্রায় সাড়ে চার ঘন্টা জেরা করার পরে আজ বুধবার ফের তাঁকে তলব করে সিবিআই। আগের দিন জেরা সময় পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, উপদেষ্টামন্ডলী তার নির্দেশে গঠন করা হলেও সেই উপদেষ্টা মন্ডলীর কাজের উপর কোনও নিয়ন্ত্রণ ছিল না প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। যদিও এই বিষয়টি মানতে নারাজ সিবিআই কর্তারা। এনিয়েই আজ ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই ডেকে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। কার কথায় বা নির্দেশে উপদেষ্টা কমিটি কাজ করতে তা জানতে চাইবে সিবিআই।

Partha Chatterjee: এসএসসি নিয়োগ দুর্নীতি - হাইকোর্টে বড় ধাক্কা পার্থর, ডিভিশন বেঞ্চেও রক্ষাকবচ  পেলেন না মন্ত্রী / Calcutta High Court's division bench did not gave  protection to Partha Chatterjee


অন্যদিকে পরেশ অধিকারীর মেয়ের চাকরি পাওয়া নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর।


এদিন তাঁর সিবিআই দফতরে যাওয়া নিয়ে কিছু সন্দেহ তৈরি হয়। সকালে তাঁর নাকতলার বাড়িতে আইনজীবীরা গেলে সেই জল্পনা আরও বাড়ে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এদিন নির্দিষ্ট সময়ের আগেই সিবিআই দফতরে পৌছে যান তিনি। কোনওরকম আইনি রক্ষাকবজ ছাড়াই এদিন সিবিআই কর্তাদের মুখোমুখি হয়েছেন তিনি।
উল্লেখ্য মঙ্গলবার আয়কর দফতরের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাঙ্ক ডিটেলস চেয়ে পাঠিয়েছে সিবিআই।

Calcutta High Court directed Paresh Chandra Adhikari to appear before CBI  today by 8 PM - Indian Law Info

এদিকে এসএসসি দুর্নীতি নিয়ে আরেক মন্ত্রী পরেশ অধিকারী আপাতত স্বস্তিতে। তিনদিন ধরে বারবার জেরার মুখোমুখি হওয়ার পর মেখলিগঞ্জে গিয়ে বেশ কয়েকটি মন্দির ও মাজারে গিয়ে মাথা ঠুকেছেন তিনি। এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে।