করোনায় জেরবার দেশে কাল, সোমবার সপ্তম দফার ভোট। সোমবার রাজ্যের ৫ জেলার ৩৪টি আসনে ভোট। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপর, পশ্চিম বর্ধমানের পর দক্ষিণ কলকাতায় হবে ভোট। সপ্তম দফায় ভোটগ্রহণের আগের দিন রাজ্যের এক প্রার্থীর মৃত্যুর খবর এল। করোনায় মারা গেলেন খড়দায় তৃণমূল প্রার্থী কাজল সিনহা। এই মৃত্যুর খবরের ছায়া সপ্তম দফার ভোট পড়তে চলেছে। ভোটার থেকে প্রার্থী সবাই আরও সতর্ক। নির্বাচন কমিশন একেবারে কড়াভাবে কোভিড বিধির পালন করেই নামছে সপ্তম দফায়। একেবারে শান্তিপূর্ণ ও অবধা নির্বাচনের লক্ষ্যে যাবতীয় চেষ্টাই করা হয়েছে। যে পাঁচ জেলায় ভোট হতে চলেছে, তাতে কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মালদা, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানের কয়েকটি আসনে। অতীতে বারবার এইসব জেলায় ভোটের দিন বড় ঝামেলার খবর আসে।

আরও পড়ুন: সপ্তম দফার সাত কাহন

সপ্তম দফার ভোটে একাধিক তারকা প্রার্থী লড়ছেন। ভোটের আগে তৃণমূলে যোগ দেোয়া টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী। সায়নীর বিরুদ্ধে প্রার্থী বিজেপি-র সেলেব প্রার্থী অগ্নিমিত্রা পল। ভবানীপুর থেক লড়া রুদ্রনীল ঘোষও এই দফাতেই প্রার্থী। পরীক্ষা হবে সুব্রত মুখার্জি (বালিগঞ্জ), ববি হাকিম (কলকাতা বন্দর), শোভন দেব চট্টোপাধ্যায় (ভবানীপুর) মত হেভিওয়েট কেন্দ্রে)। এই দফায় বিজেপি বেশ কতগুলো আসন জয়ের আশায়। কারণ ২০১৯ লোকসভা ভোটের ভিত্তিতে ধরলে বিজেপি এই দফার সিংহভাগ আসনে এগিয়ে। তৃণমূলের লক্ষ্য হবে কলকাতায় নিজেদের গড় বজায় রেখে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে ভাল ফল করা।

বরাবর তৃণমূলকে হতাশ করা মালদার দিকেও অনেক আশায় তাকিয়ে দিদি। সংযুক্ত মোর্চা এই দফার দিকে অধীর আগ্রহে তাকিয়ে। কংগ্রেসকে যদি রাজ্যে ভাল ফল করতে হয় তাহলে এই দফাতেই তাদের সেরাটা করতে হবে। কারণ সবারই জানা থাকে গত বেশ কয়েকটি নির্বাচনে রাজ্যের অন্যত্র কার্যত সাইনোবোর্ড হলেও মালদা-মুর্শিদাবাদে তাদের বড় প্রভাব রয়েছে। মালদা-মুর্শিদাবাদ মানে গণি পরিবার আর অধীর ম্যাজিক। দক্ষিণ দিনাজপুরে বিজেপি চাইবে লোকসভার ফল বজায় রাখতে। বিজেপির আসল চ্য়ালেঞ্জ পশ্চিম বর্ধমানে আধিপত্য বজায় রেখে, কলকাতায় দাঁত ফোটানো। মমতা ব্যানার্জির পুরনো কেন্দ্র ভবানীপুরে বিজেপি যাবতীয় শক্তি উজাড় করে প্রচার করেছে। নীল দুর্গ ছিনিয়ে নিতে রুদ্রই ভরসা পদ্ম শিবিরের। রাসবিহারী কেন্দ্রে দেবাশীষ কুমারকে হারাতেও ছক কষেছে বিজেপি।

কালকের ভোট মিটলেই আর বাকি থাকবে শেষ দফার ভোট। আট দফার দীর্ঘ ভোটের একেবারে শেষের দিকে এসে করোনার থাবা এত বেড়ে গিয়েছে যে সবাই এবার চাইছেন ভোট মিটলে বাঁচা যায়।

সোমবার যেসব আসনে ভোট (৯টি)– পশ্চিম বর্ধমান: পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনী।

দক্ষিণ দিনাজপুর (৪টি)- কুমারগঞ্জ, বালুরঘাট, তপন (এসটি), গঙ্গারামপুর (এসসি), হরিরামপুর।

মালদা (৬টি)- গাজোল (এসসি), হবিবপুর (এসটি), চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া।

মুর্শিদাবাদ (৯টি)- ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম (এসসি)।

কলকাতা (দক্ষিণ) (৪টি)- কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ।