নিজস্ব সংবাদদাতা- বিধানসভা নির্বাচনের আগে যে গরু পাচার কান্ডকে ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে সেই গরু পাচার কাণ্ডের প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। আসানসোল আদালতে সিবিআইয়ের অ্যান্টি করাপশন ইউনিট অর্থাৎ দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে ৮০ পাতার এই চার্জশিট জমা দেওয়া হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে গরু পাচার কাণ্ডের মূল মাথা এনামুল ও বিএসএফ কমান্ডার সতীশ কুমার সহ সাতজনের নাম আছে প্রথম দফার এই চার্জশিটে।প্রসঙ্গত গত বছর সেপ্টেম্বর মাসে আন্তঃরাজ্য গরু পাচার কাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই। এর পরেই তদন্ত চালাতে চালাতে একাধিক চাঞ্চল্যকর ঘটনা রাজ্যবাসীর সামনে উঠে আসে। জানা যায় গরু পাচার কাণ্ডের সঙ্গে কয়লা পাচার কান্ডের সরাসরি সংযোগ আছে। এমনকি যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের নাম‌ও এই দুই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে।

সিবিআই কমান্ডার সতীশ কুমারের কথা যখন প্রথম জানা যায় সেই সময় রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল সীমান্ত পাহারায় মোতায়েন থাকা বিএসএফ অফিসার ও কর্মীদের একাংশের মদতে এই এই পাচার কান্ড চলছে। যদিও রাজ্যের বামপন্থী দলগুলি এবং কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় সিবিআইয়ের পাশাপাশি রাজ্য প্রশাসনের একাংশ গরু পাচারের সঙ্গে জড়িত। কিন্তু কিছুদিন পরেই বিনয় মিশ্রের নাম উঠে আসায় তেড়ে-ফুঁড়ে লেগে পড়ে গেরুয়া শিবির। তারা অভিযোগ করে রাজ্যের শাসক দলের মদতেই গরু পাচার কান্ড এবং কয়লা পাচার কান্ড ঘটছে।

স্বাভাবিকভাবেই সামনে বিধানসভা নির্বাচন হওয়ায় রাজ্য রাজনীতিতে একেবারে সামনের সারিতে উঠে এসেছে গরু পাচার কান্ড। সিবিআই সূত্রে বিভিন্ন সময়ে জানা গিয়েছে এ রাজ্যের বেশকিছু শীর্ষস্তরের রাজনৈতিক নেতাও এর সঙ্গে জড়িত আছে।

মূলত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, হরিয়ানার মতো রাজ্যগুলি থেকে ট্রাকে করে গরু পশ্চিমবঙ্গে প্রবেশ করে। তারপর সেগুলিকে পাঠানো হয় মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের বাংলাদেশ সীমান্তে। সেইখানে দায়িত্বরত বিএসএফ ও কাস্টমস অফিসারদের সঙ্গে হাত মিলিয়ে গরুগুলিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বিভিন্ন সময়ে শোনা গিয়েছে এই গরু পাচার কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিপুল পরিমাণ সম্পত্তি দেশের গন্ডি ছাড়িয়ে থাইল্যান্ড, দুবাই, বাংলাদেশ, নেপালে পর্যন্ত ছড়িয়ে আছে। অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রকে এখনও পর্যন্ত ধরতে পারেনি তদন্তকারীরা। তার নামে লুক আউট নোটিশ জারী করা হলেও খবর তিনি সম্ভবত বাংলাদেশে আত্মগোপন করে আছেন।