IMG 20201015 023407


একবার ব্যর্থ তো কি হয়েছে বারবার চেষ্টা করে যাও একদিন না একদিন  ফল মিলবেই। এই মন্ত্রে উদ্ভুদ হয়েছে অনেকেই। তাঁদের মধ্যে একজন হলেন দীপক অধিকারী ওরফে দেব। অগ্নিশপথ সিনেমার হাত ধরে টলি পাড়ায় আগমন হলেও সার্থকতা আসেনি, বক্স অফিসে মুখ থুবড়ে পরেছিল। তা বলে সে কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়, সে চেয়েছিল উচ্চতার শিখরে উঠতে, সাফল‍্য অর্জন করবে।  ২০০৭ সালে সে ‘রবি কিনাগীর’ পরিচালনায় ও  ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’ প্রযোজিত ‘আই লাভ ইউ’ ছবিতে অভিনয় করে সে তার জীবনের পথে ঘুরে দাঁড়ায়। এরপর একের পর এক সেরা ছবি উপহার করতে থাকে ভক্তকূলকে। এমন কোন প্রথম সারির নায়িকা নেই যারা দেবের সাথে অভিনয় করেনি।  এখন প্রথম সারির তালিকায় সবার প্রথমে রয়েছে দীপক অধিকারী। সে এমন পর্যায়ে পৌঁছে গেছে সে নিজস্ব প্রযোজনা সংস্থা  ‘ দেব এন্টারটেনমেন্ট ভেনচার’ গড়ে তুলেছে।

দেবের পাঁচ জনপ্রিয় সিনেমা

১. চাদের পাহাড়

IMG 20201015 000832
সৌজন্যেঃ wikipedia.com


২০১৩ সালে কমলেশ্বর মুখার্জির পরিচালনায় ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত সিনেমা চাঁদের পাহাড়। বিভূতিভূষণ বন্দোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে। অসাধারণ অভিনয়ে দর্শকদের মনে দাগ কেটে দিয়েছে দেব। 

IMG 20201015 000847
সৌজন্যেঃ Imdb.com

২. বুনো হাঁস

IMG 20201015 001012
সৌজন্যেঃ Amazon.com


২০১৪ সালে অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ও রিলায়েন্স এন্টারটেনমেন্ট প্রযোজিত বুনো হাঁস দেবের জীবনে মোড় ঘোরানো মুহুর্ত ছিল। অন্যরূপে ধরা দিয়েছিল বিগ স্ক্রিনে। সিনেমাটি অন্য আঙ্গিকে হলে দর্শকদের ততটাও নজর কারেনি ঠিকই কিন্তু গল্পের গল্প ও প্রতিস্থাপন অসাধারন ছিল।

IMG 20201015 001034
সৌজন্যেঃ Fandago.com

৩. শুধু তোমারই জন্য

images 1
সৌজন্যেঃ Impawards.com


২০১৫ সালে বিরশা দাসগুপ্তের পরিচালনায় ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় শ্রাবন্তী চ্যাটার্জির ো মিমি চক্রবর্তীর সাথে স্ক্রিন শেয়ার করেন দেব। এখানে দেবের চরিত্রের দুটি দিক তুলে ধরা হয়েছে, একটি হল পাড়ার রকে বসে আড্ডা দেওয়া মজনু আর অন্যটি হল বিয়ের পর মানুষের জীবন কিভাবে পরিবর্তনশীল হয়ে ওঠে, সংসার কাকে বলে বুঝতে শেখা, উভয় দিক প্রতফলিত করা হয়েছে।

images 4
সৌজন্যেঃ gdn8.com

৪. জুলফিকার

IMG 20201015 000941
সৌজন্যেঃ Hungama.com


২০১৬ সালে সৃজিত মুখার্জি  পরিচালনায় ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় বিগ বাজেটের সিনেমা জুলফিকার। তাবড় তাবড় অভিনেতার সাথে স্ক্রিন ভাগ করার সুযোগ পেয়েছে। এখানে  দেবের চরিত্র মূখ হিসাবে তুলে ধরা হয়েছে, বোবার চরিত্র হলেও আঁকার ইঙ্গিতে যেভাবে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছে তা সত্যি প্রশংসনীয়।

IMG 20201015 000955
সৌজন্যেঃ Bestoftheyear.in

৫. চ্যাম্প

IMG 20201015 000906
সৌজন্যেঃ Timesofindia.com


২০১৭ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও ‘ দেব এন্টারটেনমেন্ট ভেনচারের প্রযোজনায় নির্মিত হয় চ্যাম্প। জীবনে হেরে গিয়েও যে ফিরে আসা যায়, বাচার জন্য ভালবাসাও জরুরি এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়। জীবনে কখনো হারতে নেই। নিজের কাছে জা আছে সেটাই সুখী থাকার চাবিকাঠি। সিনেমাটি অন্যন্ত শিক্ষামূলক।

IMG 20201015 000925
সৌজন্যেঃ wikipedia.com

২০০৬ থেকে ২০২০ অবধি মোট ৪৩ টি সিনেমা দেব তার নিজের জীবনে করেছে, ওঠা নামা সবার জীবনে আসে। কিন্তু হারকে জোয় করাই আসল লক্ষ্য। সেটাই দেব প্রমান করেছে তার জীবনের পড়তে পরতে। আর হারকে পরাজয় করে জয়কে কাছে টেনেছে বলে আজ দীপক সাফল্যের চূড়ায়।

ছবি সৌজন‍্যে: গুগল