প্রতীক্ষার শেষ। বাংলায় আট দফায় শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। আগামী পাঁচ বছর বাংলা শাসনের দায়িত্ব কার হাতে থাকবে, তা ঠিক হবে এই ভোটে। একেবারে টানটান একটা ভোটের অপেক্ষায় সবাই। সাম্প্রতিককালে বাংলায় এত কঠিন নির্বাচন হয়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একদিকে, রাজ্যের শাসক দল পরপর তিনবার বাংলা জয়ের আশায় ভোটে নামছে। আর অন্যদিকে, দেশের শাসক দল এই প্রথম বাংলা দখলের স্বপ্নে বুঁদ। লড়াইয়ে নেমে ভাল ফাইট দেওয়ার আশায় বাম, কংগ্রেস, আইএসএফ জোটও।

আরও পড়ুন: নন্দীগ্রাম থেকে সিঙ্গুর, রাজ্যের হাড্ডাহাড্ডি কেন্দ্রে কারা এগিয়ে
এখন সবপক্ষই ব্যস্ত প্রচারে। প্রচারের পাশাপাশি চলছে হিসেবও। কী হলে কী হবে, কোন জেলা থেকে কটা আসন চাই। এসব নিয়ে অঙ্কের খেলায় ব্যস্ত সব পক্ষ। এমন সময় বেশ কিছু জনমত সমীক্ষাও সামনে আসছে। সেগুলির বেশিরভাগেরই অবশ্যই কোনও বিশ্বস্ততা নেই। ভোটারদের প্রভাবিত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল সেইসব জনমত সমীক্ষা প্রচার করছে।

তবে এখনও পর্যন্ত যে চারটি জনমত সমীক্ষা প্রকৃত অর্থে নির্বাচনী গবেষকদের দিয়ে সমীক্ষা করিয়েছে, আসুন সেগুলি দেখে নেওয়া যাক

এক নজরে দেখে নেওয়া যাক কোন জনমত সমীক্ষা কী বলছে

সি ভোটার (C Voter)
মোট আসন: ২৯৪
তৃণমূল: ১৬০
বিজেপি: ১১২
সংযুক্ত মোর্চা: ২২
সি ভোটার বেশ বিশ্বস্ত সংস্থা। ২০১৯ লোকসভার ভোটের ফল তারা সঠিকভাবে আঁচ করে। বিহার ভোটেও তাদের সমীক্ষা মোটের ওপর ঠিক ছিল। তবে সি ভোটারের সমীক্ষা বেশ কয়েকটি ক্ষেত্রে মেলেনি। সি ভোটারের সমীক্ষায় দেখা যাচ্ছে এবারও দিদিই ক্ষমতায় আসছেন। তবে বিজেপি বেশ লড়াই দেবে। সমীক্ষা অনুযায়ী বিজেপি একশো পার করতে চলেছে। দিদির গতবার জেতা ২১২টি আসন থেকে কমে ১৬০ হচ্ছে। বাম, কংগ্রেস, আইএসএফ জোট ২২টি আসন জিততে চলেছে। যদিও বেশ কয়েকটি আসনে একেবারে কম ব্যবধানে ফয়সালা হতে চলেছে ফল এদিক, ওদিক হওয়ার সম্ভবনার কথাও বলা হয়েছে।
—————
সিএনএক্স
মোট আসন: ২৯৪
তৃণমূল: ১৪১
বিজেপি: ১৩৫
সংযুক্ত মোর্চা: ১৮
একেবারে তুল্যমূল্য লড়াই। ম্যাজিক ফিগার ১৪৮। এই সমীক্ষা অনুযায়ী তৃণমূল একটু এগিয়ে থাকলেও সরকরা গড়তে দিদিকে বাম, কংগ্রেসের সমর্থন প্রয়োজন হবে। আর বিজেপি-কে অপেক্ষা করতে হবে দিদির জেতা বিধায়কদের ক্ষোভের জন্য।
————
টিভি ৯
মোট আসন: ২৯৪
তৃণমূল: ১৪৬
বিজেপি: ১২২
সংযুক্ত মোর্চা:২৩
এই সমীক্ষাতেও জোর লড়াইয়ের ইঙ্গিত। তৃণমূল একটুর জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেই সমীক্ষায় প্রকাশ। তৃণমূলের থেকে বিজেপি মাত্র ২৪টি আসনে পিছিয়ে থাকবে বলেই প্রকাশ। সংযুক্ত মোর্চা ২৩টি-র মত আসনে জিততে পারে বলে সমীক্ষায় জানানো হয়েছে।
—————
পিপিলস পালস
মোট আসন: ২৯৪
তৃণমূল: ৯৫
বিজেপি: ১৮৩
সংযুক্ত মোর্চা:১৬

এই সমীক্ষায় পরিষ্কার বলা হয়েছে, বাংলায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তৃণমূলকে ডবল ডিজিটে নামিয়ে অমিত শাহ- দিলীপ ঘোষরা বাংলা দখল করছেন। গত বিধানসভায় মাত্র তিনটি আসনে জেতা বিজেপি এবার ১৮৩টি আসন জিততে চলেছে বলে এই সমীক্ষায় প্রকাশ।