নিজস্ব সংবাদদাতা- মেগা যোগদান মেলার সমাপ্তিটা মধুরেণ সমাপয়েৎ হল না বিজেপির পক্ষে। আজ ডুমুরজলা স্টেডিয়ামে রাজ্য বিজেপির মেগা জনসভা ছিল। সভার শেষে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির উপস্থিতিতে নিজেদের জাতীয়তাবোধ সমর্থকদের সামনে তুলে ধরতে জাতীয় সংগীত গাওয়া হয়। বিপত্তি ঘটে সেখানে, বিজেপির জনসভার একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে শোনা যাচ্ছে ভুল জাতীয় সংগীত গাওয়া হচ্ছে বিজেপির আজকের সভামঞ্চ থেকে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা খবর।

ভাইরাল হওয়া ভিডিওটিতে জাতীয় সংগীতের শেষের দিকে ‘…মঙ্গলদায়ক’ শব্দটির বদলে পুনরায় ‘জনগণমন অধিনায়ক’ উচ্চারণ করা হয়। জাতীয় সংগীত গাওয়ার যে নির্ধারিত বিধি এবং আইন আছে তাতে এটি দণ্ডনীয় অপরাধ। অবশ্য অতীতেও বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বারবার ভুল জাতীয় সংগীত গাওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

বিজেপির ডুমুরজলা স্টেডিয়ামের সভামঞ্চে ভুল জাতীয় সংগীত গাওয়ার এই ভিডিওটি তৃণমূল সাংসদ এবং যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে পোস্ট করেন। লেখেন, “নিজেদের জাতীয়তাবাদী দল বলে পরিচয় দেয় বিজেপি। অথচ তারাই ভুল জাতীয় সংগীত গাইছে।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভিডিওটি পোস্ট করার পরেই যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। সমালোচনার ঢেউ আটকাতে আসরে নামতে হয় রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য্যকে। তিনি বলেন, “সবাই মিলে একসঙ্গে ভুল জাতীয় সংগীত গাইবেন এটা অস্বাভাবিক ব্যাপার। আদৌ ভিডিওটি সঠিক কিনা তা তদন্ত করে দেখতে হবে।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটের সবচেয়ে কড়া জবাব দিয়েছে একসময়ের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি এবং বর্তমানে বিজেপির যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি শঙ্কুদেব পণ্ডা। তৃণমূলের একটি সভার পুরানো ভিডিও পোস্ট করেন তিনি। তাতে দেখা যাচ্ছে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য জাতীয় সংগীত গাইছেন এবং পাশে দাঁড়িয়ে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ভিডিওতে চন্দ্রিমা ভট্টাচার্য্যকে ভুল জাতীয় সংগীত গাইতে শোনা গিয়েছে। যদিও এই ভিডিওটির সত্যতাও যাচাই করেনি বাংলা খবর।

রবিবাসরীয় সন্ধ্যায় বলাই যায় জাতীয় সংগীত বিতর্কে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।