রাষ্ট্র তথা সরকার করোনার প্রভাব দূর করতে কি কি সতর্কতাজনিত পদক্ষেপ নিতে পারে?

এক বছর প্রায় অতিক্রান্ত, কিন্তু করোনার প্রকোপে এখনও বিশ্বের প্রায় সব রাষ্ট্রই জর্জরিত। আমেরিকায় শুধু করোনার কারণেই দৈনিক মৃত্যুর সংখ্যা ২৭৩১। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও চিত্রটা খুব ভালো নয়। রোজ প্রায় ৪০০০ লোক নতুন করে সংক্রামিত হচ্ছেন। আর ভারতবর্ষে ২৪ ঘন্টায় আক্রান্ত হচ্ছেন প্রায় ৩৬০০০ মানুষ (শনিবারের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৬৬৫২)। সারা বিশ্ব জুড়ে ৬৬ মিলিয়ন মানুষ এই অতি-মারির স্বীকার হয়েছেন।

রাষ্ট্র
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQjwnVfhDaJ2Wv_ONMYqtzN5jHZfhWF35r_-g&usqp=CAU

সারা বিশ্ব জুড়ে প্রায় একই চিত্র দেখা যাচ্ছে। গাণিতিক সংখ্যার হেরফের ছাড়া অসহায়তা সব জায়গাতেই সমান। নিউজিল্যান্ডের অবস্থাটা কয়েকমাস আগেও একটু আশাজনক দেখা গেলেও এখন আবার তা পুনঃমূষিক ভবঃ। নতুন করে আবার করোনার সংক্রমণ দেখা দিচ্ছে সব রাষ্ট্রেই। কিন্তু কেন হচ্ছে এরকম? প্রয়োজনীয় সমস্ত বিধি কি মানা হচ্ছে না তবে? ফাঁক থেকে যাচ্ছে সতর্কতা গ্রহণে?

হাটে বাজারে মানুষ মাস্ক ও স্যানিটাইজারের ব্যাবহার করছে, কিন্তু হ্যাঁ জনবহুল অঞ্চলে দূরত্ববিধি মানার ক্ষেত্রে সচেতনতার অভাব রয়েই গেছে। রুটি রুজির প্রয়োজনের থেকে মানুষ এখন এই মারণ ব্যাধি করোনার থেকে বাঁচার টিকার প্রয়োজন বেশি উপলব্ধি করছে। সংক্রমণ ঠেকাতে যা যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিধি রয়েছে তা পালনের পরেও টিকার আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব জুড়ে সমস্ত রাষ্ট্রই এখন করোনার টিকা আবিষ্কারের পথে ছুটছে।

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTslzfoSCwM4ExvMlrBnHy9qTLjAfQ9t941vw&usqp=CAU

অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা

মডার্না‌

ফাইজার বায়এন্টেক

গামালিয়া ইনস্টিটিউট

জাইডাস ক্যাডিলা

নোভাভ্যাক্স

ভারত বায়োটেক (আই.সি.এম.আর)

প্রতিটি রাষ্ট্র এখন এই সংস্থাগুলির দিকেই তাকিয়ে আছে। করোনার টিকা প্রস্তুতের পর তার ট্রায়াল মানুষের উপর কি রকম হয় তাও একটি দেখার বিষয় কারণ প্রস্তুতের পর পরই টিকা সকলের উপর প্রয়োগ করা যাবে না। পরীক্ষাধীন ভ্যাকসিনের ট্রায়াল সব দেশেই শুরু হয়ে গেছে। করোনার প্রতিষেধকের দৌড়ে যে সাত সংস্থা এগিয়ে আছে তার মধ্যে প্রথম ইংল্যান্ডের অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা। তাদের বানানো ভ্যাকসিনের দাম নির্ধারিত হয়েছে ৪ ডলার। ভারত বায়োটেক (আই.সি.এম.আর) আবিষ্কৃত ভ্যাকসিনের দাম এখনও নির্ধারিত হয়নি।

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRCwk7lvX_pYAMJuNjEDZTgT845xlQMzQSAEg&usqp=CAU

রাষ্ট্র
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRCwk7lvX_pYAMJuNjEDZTgT845xlQMzQSAEg&usqp=CAU
https://www.googleadservices.com/pagead/aclk?sa=L&ai=DChcSEwihwdTmhLntAhWSfysKHf6eBjQYABAAGgJzZg&ae=2&ohost=www.google.com&cid=CAESQeD26DihZOn6dgRBHtCQ7nnA_dBeO9efTd0xvpLmvTF5B64Aeh-nrmGxSMUQcPA2QDBxw6G4EGsbHtZcDpbVRvNP&sig=AOD64_2mCluYx3tY3HJAd9GSK8EPg4Njow&q&adurl&ved=2ahUKEwiKgsvmhLntAhXTbn0KHe4XCmgQ0Qx6BAgGEAE

পরীক্ষাধীন ভ্যাকসিনের ট্রায়াল শুরু হওয়ার পর বেশ কিছু মানুষের উপরেও ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভারতবর্ষেও। কদিন আগেই হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ করোনার প্রতিষেধকের ট্রায়ালে অংশ নিয়েও করোনায় আক্রান্ত্র হয়েছেন। শুধু এদেশেই নয় প্রতিষেধকের দৌড়ে যে সাত সংস্থার নাম উঠে এসেছে তাদের আবিষ্কৃত প্রায় সবার ভ্যাকসিনের ট্রায়ালেই আক্রান্ত্র হয়েছে অনেকে।

যেমন -অক্সফোর্ড কর্তৃক আবিষ্কৃত করোনার ভ্যাকসিনের ট্রায়ালে যে সব স্বেচ্ছাসেবী অংশ নিয়েছিল তাদের প্রায় সকলের মধ্যেই কোভিড পজিটিভের লক্ষণ দেখা গিয়েছিল। মডার্না‌র আবিষ্কৃত ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিয়েও করোনায় আক্রান্ত্র হয়েছে শতকরা ২% ও অন্যদিকে ফাইজার বায়এন্টেকের ট্রায়ালে অংশ নেওয়ার ৮% মানুষের আক্রান্ত্র হওয়ার খবর পাওয়া যায়।

https://www.nationalgeographic.com/science/health-and-human-body/human-diseases/coronavirus-vaccine-tracker-how-they-work-latest-developments-cvd/

ভারতবর্ষের ক্ষেত্রেও অনুরূপ চিত্র তাই দুশ্চিন্তার নয়, করোনার স্বাভাবিক বৈশিষ্ট্যকেই প্রকাশ করে। ধীরে ধীরে এই চিত্রে আশাজনক স্থিতি দেখা যাওয়ার জন্য প্রয়োজন আরও বেশি কার্যকর টিকা। যে টিকা যত বেশি কার্যকর হবে তত মৃত্যু হার কমবে বলেই বিজ্ঞানীরা আশা করছে। বিজ্ঞানীদের একাংশের দাবী শুধু টিকা নয় নজর দিতে হবে মানুষের ইমিউনিটি বৃদ্ধির বিষয়টির দিকেও। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে করোনার ভ্যাকসিনের কার্যকারিতাও একইসাথে বৃদ্ধি পাবে।

করোনা
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR3rUUhIJaA3Sv_rQgh47y7YN_j8A43c_erkA&usqp=CAU

টিকা কার্যকর হলে তা কিভাবে,কন বয়সের মানুষের জন্য কতবার নিতে হবে সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট বিবৃতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জারি করা হয়নি। সম্পূর্ণ নির্দেশিকা আর কার্যকর ভ্যাকসিন না আসা পর্যন্ত নিজেদের সু-স্বাস্থ্যের খেয়াল আসুন নিজেরাই নিই। https://apps.who.int/iris/bitstream/handle/10665/334299/WHO-2019-nCoV-SAGE_Framework-Allocation_and_prioritization-2020.1-eng.pdf?ua=1

পুষ্টিযুক্ত খাওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্যানিটাইজেশনের দিকে লক্ষ্য রাখা। এগুলির সাথে সাথে কার্যকরি টিকাও সর্বসাধারণের কাছে নুন্যতম দামে পৌঁছে দেওয়ার কাজে রাষ্ট্র সাহায্য করুক। গোষ্ঠী সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সে দিকেও রাষ্ট্রের সতর্কতা গ্রহণ প্রয়োজন। সুস্থ থাকুন আর পরতে থাকুন বাংলা খবর-

https://www.banglakhabor.in/%e0%a6%93%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87/
https://www.banglakhabor.in/%e0%a6%93%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87/