নিজস্ব সংবাদদাতা: গোটা দেশে হু হু করে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই জানাল কেন্দ্রীয় রেলমন্ত্রক। গতকাল রাতে এই নিয়ে একটি টুইট করে রেল মন্ত্রক। সেখানে বলা হয়, “প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে। আপনারা কোনওরকম গুজবে কান দেবেন না। তবে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে যাত্রীদের কাছে অনুরেোধ, আপনারা করোনার বিধি মেনে চলুন।”

তবে শিয়ালদহ ডিভিশনে প্রায় ৯০ জন রেল কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। যার ফলে শিয়ালদহ ডিভিশনে বাতিল হচ্ছে ৫৬ টি লোকাল ট্রেন। আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছে তাতে আগামী দিনে আরও বেশি সংখ্যক ট্রেন বাতিল হতে পারে। তবে এতে পরিষেবায় কোনও প্রভাব পড়বে না বলেই জানাচ্ছে পূর্ব রেল। আজ যে সংখ্যক ট্রেন বাতিল করা হল, তার কোনওটাই অবশ্য অফিস টাইমে নয়। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, নন পিক আওয়ারে বাতিল করা হয়েছে এই সমস্ত লোকাল ট্রেন।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখন আছড়ে পড়েছে রেল পরিষেবাতেও। গত বছর করোনা সংক্রমণের জেরে দীর্ঘ দিন স্তব্ধ ছিল রেল পরিষেবা। স্পেশাল ট্রেন পরিষেবা চালু করা হলেও, দীর্ঘ কয়েক মাস সাধারণ যাত্রীদের জন্যে বন্ধ ছিল রেল। সেই পরিষেবা চালু করা হলেও, ফের ধাক্কা লাগল পরিষেবায়। এই কারণে আজ থেকে বাতিল করা হল বেশ কিছু লোকাল ট্রেন। শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, ব্যারাকপুর লোকাল, নৈহাটি লোকাল, ডানকুনি লোকাল, গোবরডাঙ্গা লোকাল, দত্তপুকুর লোকাল, সোনারপুর লোকাল সহ বিভিন্ন দফায় ট্রেন বাতিল করা হল। যদিও এই সব লোকাল অফিস টাইমে বাতিল নয়।

এদিকে রেলের পরিষেবা স্বাভাবিক রাখার খবরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন যাত্রীদের একাংশ। তাঁদের বক্তব্য, গতবার দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকার জেরে সাধারণ মানুষকে প্রচণ্ড অসুবিধায় পড়তে হয়েছিল। অনেকে কর্মহীন হয়ে পড়েন। সবার পক্ষে ভাড়া গাড়িতে অফিস বা গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। তাই ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখার খবরে তাঁরা খুশি। এদিকে, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কমল দাস জানিয়েছেন, আমরা নিরবিচ্ছিন্ন পরিষেবা দিতে প্রস্তুত। সেই পরিষেবা দেওয়ার কাজ আমরা করেও চলেছি। কিন্তু যে ভাবে কর্মীরা আক্রান্ত হতে শুরু করেছেন তাতে পরিষেবা দেওয়া মুশকিল হয়ে পড়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রেল স্টেশনে যাত্রীদের করোনা নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার শুরু করেছে রেল।