ভোটে জিততে কোনও দল বা প্রার্থী মরিয়া হয়ে অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে। সেসব প্রতিশ্রুতিতে কতটা গপ্পো আর কতটা সত্যি থাকে সে তো সবারই জানা। আসলে জেতার স্বার্থে মানুষ কত কী বলে, আর কত কী করে! কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে জেতার জন্য এক প্রার্থী ভোটারদের যে প্রতিশ্রুতি দিলেন তা আগের সব কিছুকে ছাপিয়ে গেল।
নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানো সেই প্রার্থী ভোটারদের উদ্দেশ্যে ঘোষণা করেছেন, তাঁকে ভোট দিয়ে জেতালে তিনি বাড়ি পিছু প্রতি বছর ১ কোটি টাকা দেবেন। সঙ্গে অঞ্চলে যাতায়াতের সমস্যার কথা মাথায় রেখে হেলিকপ্টারও দেবেন। তবে অর্থের দিকটা ভেবে বড় নয় মিনি কপ্টারই দেবেন ভোটারদের। দাঁড়ান প্রতিশ্রুতির গল্প এখানেই শেষ নয়, সেই প্রার্থীর সঙ্গে আরও ঘোষণা তিনি ভোটে জিতলেই সবাইকে তাঁদের বিধানসভা অঞ্চলের লোকেদের মহাকাশযানে চড়িয়ে চাঁদে ঘুরতে নিয়ে যাবেন। আবার দাঁড়ান। চাঁদ ছোঁয়া কপ্টারে ওড়া প্রতিশ্রুতির পরও গল্প আছে। সেই প্রার্থীর দাবি, তিনি ঘরের মহিলাদের কাজের চাপ কমানোর জন্য সব বাড়িতে একটা করে রোবট পাঠিয়ে দেবেন। অঞ্চলে খুব গরম পড়ে। গোটা অঞ্চলের তাপমাত্রা কমিয়ে এসি-র পরিবেশ তৈরি করতে কৃত্রিম বরফের পাহাড় তৈরি করবে, এলাকাকে ঠান্ডা করবেন।

আরও পড়ুন: বরাহনগরে পার্নো! তাপস রায়ের বিরুদ্ধে কতটা কঠিন হবে লড়াই?

সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ওই নির্দল প্রার্থীর আকাশকে ছাপিয়ে যাওয়া প্রতিশ্রুতির দাবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

এত প্রতিশ্রুতি দেওয়া সেই নির্দল প্রার্থীর আর্থিক অবস্থা অবস্থা মোটেও ভাল নয়। ভোটে দাঁড়ানোর জন্য যে ২০ হাজার টাকার লেগেছে, সেটা চড়া সুদে ধার করেই তিনি জোগাড় করেছেন। এমনকী এই যে এত প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো ভোটারদের জানাতে যে প্রচারের প্রয়োজন, সেটা করতে পারছেন না অর্থের অভাবে। তিনি লড়ছেন ডাস্ট বিন চিহ্ন নিয়ে। কেন ডাস্ট বিন? আসলে ঘরের মা-বোনেদের কষ্টের কথা ভেবে। এই যে এত প্রতিশ্রুতি দিচ্ছেন তার জন্য টাকার জোগাড় হবে কী করে? প্রার্থীর দাবি, তিনি ভোটে জিতলে এমন এক অর্থনীতিতে আনবেন, তাতে টাকা জুটে যাবে ঠিক।

ও এত বড় বড় প্রতিশ্রুতি করা সেই প্রার্থীর নামটা বলে দেওয়া যাক। না, আপনার-আমার ভাগ্যে জোটেনি এমন প্রার্থী। তিনি তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে নির্দল হয়ে লড়ছেন। নাম থুলাম সারাভানান। ৩৩ বছর বয়সী এই প্রার্থী পেশায় সাংবাদিক, এখন কোনও দলে না যাওয়া রাজনীতিবিদ। লড়ছেন মাদুরাই দক্ষিণ কেন্দ্র থেকে। এই কেন্দ্রে আরও ১৩জন প্রার্থী লড়ছেন। কিন্তু থুলামের দাবির পর তুলকালাম পড়ে যাওয়ায় বাকি ১৩ জন কেমন যেন পিছনে পড়ে গিয়েছেন। ভোটাররা তাঁকে ভোট দেবেন কি না ঠিক নেই, কিন্তু এমন প্রতিশ্রুতির পর নিশ্চই ইভিএমের কাছে গিয়ে কোটি টাকার লোভে, চাঁদে যাওয়ার স্বার্থে একটু মাথা চুলকে ভাববেন। অবশ্য সবার আগে ভোটারদের তাঁকে সিরিয়াসলি নিতে হবে।

পশ্চিমবঙ্গের সঙ্গে একই সময় অসম, কেরালা, পুদুচেরি ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হবে।