নিজস্ব সংবাদদাতা: বর্তমানে করোনার সেকেন্ড ওয়েভে নাকাল গোটা ভারতবাসী। ভয়ঙ্কর কোভিড পরিস্থিতিতে দেশজুড়ে অক্সিজেনের হাহাকার সর্বত্র। সময় মতো এবং পরিমাণ মতো অক্সিজেন না পাওয়ায় মৃত্যুর খবরও আসছে বিভিন্ন রাজ্য থেকে। এই ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে বাংলার পরিস্থিতি খুব একটা ভাল তো নয়-ই, বরং বেশ সঙ্কটজনক। এই অবস্থায় বাংলা থেকে ভিনরাজ্যে অক্সিজেন রফতানি না করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানাল রাজ্য সরকার। সম্ভাব্য অক্সিজেন সঙ্কটের কথা ভেবেই এই আবেদন বলে খবর নবান্ন সূত্রে। 

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, গত বুধবার এক চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকার জানায়, বাংলা থেকে প্রতিদিন ২০০ টন অক্সিজেন ভিনরাজ্যে পাঠাবে তারা। করোনায় অক্সিজেন সঙ্কট চলছে যে রাজ্যগুলিতে, সেখানে পাঠানো হবে এই অক্সিজেন। কিন্তু সাথে সাথে রাজ্য সরকার দাবি জানায়, গত কয়েক সপ্তাহে বাংলাতেও যে হারে করোনা ছড়াচ্ছে তাতে আগামী সপ্তাহ থেকেই রাজ্যে রোজ ৪৫০ টন অক্সিজেন দরকার হবে।

এই পরিস্থিতিতে রাজ্য থেকে রোজ ২০০ টন অক্সিজেন নিয়ে গেলে গোটা রাজ্যের অক্সিজেনের মারাত্মক সঙ্কট তৈরি হবে। ইতিমধ্যেই রাজ্যে অক্সিজেনের টানাটানি শুরু হয়েছে বলে খবর মিলেছে। বিশেষ করে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গায়। বৃহস্পতিবার রাতে অক্সিজেনের অভাবে কলকাতার দক্ষিণ শহরতলিতে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। এই অবস্থায় কেন্দ্রের এহেন সিদ্ধান্তের কথা সামনে আসতেই চিন্তায় পড়েছে বঙ্গবাসী।