নিজস্ব সংবাদদাতা- সম্ভবত সাত দফায় নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যা খবর পাওয়া গিয়েছে তাতে আজ সন্ধ্যেবেলায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সূত্র মারফত আমরা যা জানতে পেরেছি তাতে জানা যাচ্ছে এপ্রিল মাসের ১১ তারিখ থেকে ১৯ মে পর্যন্ত ভোট প্রক্রিয়া চলবে। ২৩ মে ভোট গণনার দিন ধার্য করা হয়েছে। এই নির্ঘণ্ট মেনে যদি নির্বাচন প্রক্রিয়া চলে সে ক্ষেত্রে নতুন সরকার গঠন হতে মে মাসের শেষের দিক হয়ে যাবে।

গত কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল ৭ থেকে ৯ দফায় এবারে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট আয়োজিত হতে পারে। আপাতত সাতটি দফায় ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ১১ এপ্রিল প্রথম দফার ভোট হওয়ার কথা। সম্ভবত উত্তরবঙ্গ দিয়ে ভোট প্রক্রিয়া শুরু হবে। প্রথম দুটি দফায় উত্তরবঙ্গে ভোট হওয়ার পর তৃতীয় দফায় উত্তর ও দক্ষিণ বঙ্গ মিলিয়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা।

এপ্রিল মাসের ১১,১৮,২৩ ও ২৯ তারিখ নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। মে মাসে ৬,৯ ও ১৯ তারিখ নির্বাচনের দিন রাখতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এই তালিকা অনুযায়ী যদি ভোট ঘোষণা হয় সে ক্ষেত্রে প্রতিটি দফা নির্বাচনের আগে প্রায় পাঁচ থেকে ছয় দিনের মতো হাতে সময় পাওয়া যাবে। শেষ দফায় কলকাতার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলার কেন্দ্রগুলিতে নির্বাচন হওয়ার কথা।

এই সম্ভাব্য নির্বাচনী নির্ঘণ্টের ওপর নির্ভর করে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ভোট প্রক্রিয়া শুরু হচ্ছে বিজেপির গড় থেকে। তা আস্তে আস্তে তৃণমূলের গড়ে প্রবেশ করে সেখানেই সম্পন্ন হবে। তবে এই দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া চলার ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলির যাবতীয় কাজকর্ম অনেকদিন স্তব্ধ থাকবে। এর ফলে ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের পাশাপাশি সঠিক সময়ে পরীক্ষা আয়োজন করা নিয়েও সমস্যা দেখা দিতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

এই নির্ঘণ্ট মেনে যদি নির্বাচন আয়োজিত হয় তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রাজনৈতিক দলগুলি নিজেদের ঘর গোছানোর ক্ষেত্রে আরও বেশ খানিকটা সময় হাতে পেয়ে যাবে। কারণ এর আগে মনে করা হচ্ছিল মার্চ মাসের মাঝামাঝি থেকে ভোট প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। এই নির্ঘণ্ট যদি চূড়ান্ত হয় তবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা এগিয়ে আনতে পারে বলেও শোনা যাচ্ছে। কারণ মার্চ মাসের মধ্যে যদি পরীক্ষার পর্ব মিটিয়ে ফেলা না যায় তবে আবার জুন মাসের আগে তা শুরু করার কোনো উপায় থাকবে না।

তবে আমরা আবারও আপনাদের জানাচ্ছি এই তালিকাটি কেবলমাত্র সম্ভাব্য নির্বাচনী নির্ঘণ্টের তালিকা, এটি কোনো সরকারই ঘোষিত সূচী নয়।