বলিউডের সোনালী ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময়কাল পর্যন্ত বাঙালি পরিচালকদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বলা যায়, বাঙালি, এই পরিচালকদের দেখে উদ্বুদ্ধ হয়ে বলিউডে পারি দেওয়ার স্বপ্ন নতুনভাবে বুনতে শুরু করেছে। আজ আলোচনা করা যাক এমন পাঁচ বাঙালি পরিচালকদের নিয়ে যারা বলিউডে গিয়ে সফল হয়েছে।

images 9
অনুরাগ বাসু

১. অনুরাগ বাসু – ৮ ই মে ১৯৭০ এ অনুরাগের জন্ম ছত্তিশগড়ের ভিলাইয়ে। মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলে অনুরাগ ছোট থেকেই কাজ করতো তার বাবার থিয়েটার ‘অভিযান’ এ। পরবর্তীতে বেশ কিছুটা সময় তিনি কাটিয়েছেন কলকাতার সোনারপুরে। বলিউডে তার প্রথম ছবির নাম ‘Saaya’। এরপর তিনি ‘Gangstar’, ‘Murder’, ‘Life in a metro’, ‘Barfi’ এর মতন পরপর ব্লকবাস্টার সিনেমা বানিয়েছেন। অনুরাগ, তার অসাধারণ স্ক্রীনপ্লে, এবং পরিচালনার দরুণ বহু পুরষ্কার জিতেছেন। বাঙালি পরিচালকদের কাছে অনুরাগ এক বিশাল অনুপ্রেরণা বলাই যায়।

images 10
বিমল রায়

2. বিমল রায় – ১২ ই জুলাই ১৯০৯ সালে জন্মগ্রহণ করেন বিমল রায়। একজন অসাধারণ পরিচালক ছাড়াও তিনি ছিলেন একাধারে লেখক, প্রডিউসার এবং সিনেম্যাটোগ্রাফার। শুরুতে তিনি সিনেম্যাটোগ্রাফার হিসাবে জীবন শুরু করলেও পরবর্তীতে ১৯৪৭ এর পরে তিনি বলিউডে পাড়ি দেন। Vittorio De Sica এর তৈরি ‘ Bicycle thieves’ দেখে উদ্বুদ্ধ হয়ে তিনি Do Bigha Zamin সিনেমাটি তৈরি করেন। এরপর তিনি Parineeta, Biraj Bahu, Madhumanti, Sujata, Bandini এর মতো অসাধারণ কিছু ছবি আমাদের উপহার দেন। বিমল রায় এগারোটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ, দুটি ন্যাশানাল অ্যাওয়ার্ড এবং কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পুরষ্কৃত হন। Madhumanti ১৯৫৮ সালে নটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতে যা সাঁইত্রিশ বছর পর্যন্ত রেকর্ড ছিলো।

MV5BZTYyMTVjYTMtMTRlOC00NzU4LTg1MzYtMGU5ZmEyNTBiNjk1XkEyXkFqcGdeQXVyNDUzOTQ5MjY@. V1
শক্তি সামন্ত

৩. শক্তি সামন্ত – ১৩ ই জানুয়ারি ১৯২৬ সালে বর্ধমানে জন্মগ্রহণ করেন শক্তি সামন্ত। ১৯৫৭ সালে তিনি স্হাপন করেছিলেন Shakti Films। এই প্রোডাকশানের অধীনে তিনি বানিয়েছিলেন ‘Howrah Bridge’। এর পরবর্তীতে তিনি একের পর এক অসাধারণ সিনেমা বানিয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘Aradhana’ , ‘Anuraag’ , ‘Amanush’। প্রসঙ্গত এই তিনটি ফিল্মের জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তিনি পাঁচ বছর চেয়ারম্যান ছিলেন Central Board of Film Certification এ। এছাড়াও তিনি SRFTI তে দীর্ঘ সাত বছর সময়কাল চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন।

সুজিত সরকার

৪. সুজিত সরকার – Indipendent Filmmaker দের মধ্যে অন্যতম নাম সুজিত সরকার। ব্যারাকপুরে জন্মগ্রহণ করেন সুজিত।সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’কে সুজিত তার জীবনের বাইবেল বলে দাবি করেন। ‘Madras Cafe’, ‘Vicky donor’, ‘Piku’, এর মতোন বেশ কিছু ব্লকবাস্টার তিনি তৈরি করেছেন। উপরিউক্ত এই ফিল্মগুলোর সাহায্যে তিনি বেশ কিছু অ্যাওয়ার্ড‌ও পেয়েছেন।সম্প্রতি তার তৈরি ‘Gulabo Sitabo’ ছবিটি OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

sujoy ghosh 210513 650 052214070311
সুজয় ঘোষ

৫. সুজয় ঘোষ – সুজয় ঘোষের জন্ম ও ছেলেবেলার তেরোটি বছর কেটেছে কোলকাতার ভবানীপুরে। এরপর তিনি লন্ডন পাড়ি দেন। ইন্জিনিয়ারিং থেকে জার্নালিজম এবং সেখান থেকে ফিল্ম ডিরেকশন। তার প্রথমদিকের সিনেমা ‘Home delivery’, ‘Aladin’ খুব একটা সাফল্য না পেলেও এরপর তার ‘Kahaani’ তে হঠাৎ বদল আসে। ২০১২ ও ২০১৩ তে কাহানির জন্য তিনি বেশ কয়েকটি পুরষ্কার পান। সম্প্রতি ২০১৯ সালে সুজিতের পরিচালনায় নেটফ্লিক্সে ‘Typewriter’ সিরিজটি মুক্তি পেয়েছে।